বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা নিয়ে নির্মিত ‘ক্রু’ সিনেমাটি নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। দর্শকরাও কৌতূহলের সঙ্গে অপেক্ষা করছেন ছবিটির জন্য। ২৯ মার্চ ২০২৪, ভারতে মুক্তি পাওয়ার পর বেশ সাড়া ফেলা ‘ক্রু’ এবার এলো বাংলাদেশেও। সোমবার (১ এপ্রিল ২০২৪) থেকে চলছে স্টার সিনেপ্লেক্সে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও বলা হয়, সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রু’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছে। এটিই আমাদের প্রথম কোনো হিন্দি সিনেমা প্রদর্শন করা। এর মধ্য দিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশেও বলিউডের
সিনেমা একই দিনে মুক্তি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও জানান, নিয়মানুযায়ী ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না; তাই সে সময় ‘ক্রু’র শো বন্ধ থাকবে।
বলে রাখা ভালো, আকাশপথে এয়ারহোস্টেস বা বিমানবালাদের কঠিন জীবনের কথা উঠে এসেছে এ সিনেমায়। বিমানবালা নাকি স্বর্ণ পাচারকারী– এমনই রহস্যময় গল্পে বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যাননকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণণ।
- ক্যানভাস অনলাইন
ছবি: স্টার সিনেপ্লেক্স-এর সৌজন্যে