ফ্রান্সের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ল্যাকস্টের পোলো শার্টে কুমিরের লোগোটি প্রায় সবারই চেনা। সম্প্রতি সাময়িকভাবে এই লোগো সরিয়ে নেয়া হয়েছে। সেখানে স্থান পেয়েছে বিপন্ন প্রজাতির ১০টি প্রাণীর লোগো। ‘সেভ আওয়ার স্পেসিস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে লিমিটেড এডিশনের পোলো শার্টগুলো বাজারে ছাড়া হয় ১ মার্চ। সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় সব। ল্যাকস্ট কর্তৃপক্ষ জানায়, ১৭৭৫টি বিপন্ন প্রজাতির এই প্রাণীর সংখ্যা মেনে তৈরি করা হয় ১৭৭৫টি পোলো শার্ট। এই কালেকশন থেকে অর্জিত অর্থের পুরোটাই তুলে দেয়া হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের তহবিলে। প্রতিষ্ঠানটি প্রকৃতি ও প্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রচারণার কাজ করে। ল্যাকস্টের পোলো শার্টে কুমিরের লোগোটির জায়গায় ক্যালিফোর্নিয়া উপসাগরীয় শুশুক, বর্মী কচ্ছপ, সুমাত্রান বাঘ, এনাগাদা গিরগিটি, নর্দান লেমুরসহ আরও পাঁচটি বিপন্নপ্রায় প্রাণীর লোগো স্থান পেয়েছে। ১৯৩৬ সালের পর ল্যাকস্টের পোলো শার্টে কুমিরের লোগোটি এর আগে কখনোই পরিবর্তন করা হয়নি।
Related Projects
আইটেল পাওয়ার ৭০
- March 17, 2025
স্মার্টফোনটি ১০,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি সম্পন্ন, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের প্রয়োজনীয়তা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে
বিশ্ব ক্যান্সার দিবসে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট ও ব্যানক্যাট দূর্বারের ‘ওয়াকাথন’
- February 5, 2023
বিশ্ব ক্যান্সার দিবস ২০২৩ উপলক্ষ্যে…