দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ কর্মব্যস্ত নারীদের জন্য নিয়ে এসেছে জুতার নতুন কালেকশন ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’। এই কালেকশন শুধু আধুনিক ও নান্দনিকই নয়; রুচিশীল ও আত্মবিশ্বাসী নারীর ব্যক্তিত্ব প্রকাশেও অনন্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, নারীর স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে চলার ভাবনাকে কেন্দ্র করেই বাটা বাংলাদেশ নিয়ে এসেছে এই কালেকশন। ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’য় রয়েছে উন্নত মানের কুশনিং, বাতাস চলাচলযোগ্য উপাদান এবং নমনীয় সোল। এখন পর্যন্ত বাটার সবচেয়ে আরামদায়ক ব্যালেরিনা কালেকশন হিসেবে ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’ অনন্য।

দেখতে স্টাইলিশ এই কালেকশনের জুতাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা সারা দিনের ব্যস্ত সময়কে করে তুলবে স্বাচ্ছন্দ্যদায়ক। একদিকে যেমন সৌন্দর্য প্রকাশ করবে; অন্যদিকে নিশ্চিত করবে সারা দিনের চলাচলে আরামদায়ক অনুভূতি। মিটিং হোক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা দৃপ্ত পায়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া; ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’ কালেকশন নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলতে সাহায্য করবে।

ওয়্যারেবল ফ্যাশনে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করেছে বাটা। ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’ কালেকশন ওমেন্স ফুটওয়্যারকে আরও আধুনিক ও আরামদায়ক করে তুলতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ কালেকশনের জুতাগুলো একই সঙ্গে যেমন ফ্যাশনেবল ও স্বাচ্ছন্দ্যে ব্যবহারযোগ্য, তেমনি সাশ্রয়ী ও আভিজাত্যপূর্ণ এবং পরাও যাবে যেকোন অনুষ্ঠানে, এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

বিভিন্ন রং ও ডিজাইনে দেশজুড়ে নির্বাচিত বাটা শো-রুমে পাওয়া যাচ্ছে কালেকশনটি।
- ক্যানভাস অনলাইন
ছবি: বাটা বাংলাদেশ-এর সৌজন্যে

