skip to Main Content
দেশে ডেমন স্লেয়ার ফ্রাঞ্চাইজির নতুন চমক

জাপানের অ্যানিমে সিরিজের কদর রয়েছে সারা বিশ্বে। এই সিরিজের ভীষণ জনপ্রিয় একটি ফ্রাঞ্চাইজি ‘ডেমন স্লেয়ার’। ২০২০ সালে মুক্তি পাওয়া এই ফ্রাঞ্চাইজির ‘মুগেন ট্রেইন’ সিনেমাটি আশাতীত সাফল্য পায়। জাপানের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে। এরপর আরও দুটি সিনেমা মুক্তি পায়। আগের ছবির সাফল্যের পথ ধরে সেগুলোও ভালো ফলাফল বয়ে আনে।

এবার দেশের পর্দায় এলো নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। ছবিটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই ২০২৫। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫)।

‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ হলো বিশ্বজুড়ে প্রশংসিত অ্যানিমে সিরিজ ডেমন স্লেয়ারের একটি আসন্ন চলচ্চিত্র ট্রিলজির প্রথম কিস্তি। এটি মাঙ্গার ইনফিনিটি ক্যাসল আর্কের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে ডেমন স্লেয়ার কর্পস মুজানের ভয়ঙ্কর, পদার্থবিদ্যা-অমান্যকারী দুর্গে প্রবেশ করে। ইনফিনিটি ক্যাসল হলো ডেমন স্লেয়ার মাঙ্গার সবচেয়ে রোমাঞ্চকর অংশগুলোর একটি। এটি ডেমন স্লেয়ার কর্পসকে মুজানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নিমজ্জিত করে।

হারুও সোতোজাকি পরিচালিত এই ছবিতে জাপানের সেরা ভয়েস শিল্পীরা কাজ করেছেন, যেমন নাতসুকি হানায়ে এবং ইয়োশিৎসুগু মাতসুওকা। ছবিটি ডেমন স্লেয়ার কোরের চূড়ান্ত লড়াইয়ের কাহিনি শুরু করে, যেখানে তানজিরো ও তার সঙ্গীরা ইনফিনিটি ক্যাসেল বা অসীম দুর্গে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হবে। ১৮-২১ জুলাই মুক্তির প্রথম চার দিনে জাপানে ছবিটি রেকর্ড গড়ার পরিপ্রেক্ষিতে ৭.৩১ বিলিয়ন আয় করে, যা ছিল দেশীয় সর্বোচ্চ উদ্বোধনী দিন, একদিনের সর্বোচ্চ আয়। মাত্র আট দিনে ছবিটি ১০ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে। জাপানি সিনেমার ইতিহাসে এটিই দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা।

ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ চমকপ্রদ। এই জাপানি অ্যানিমে ও চলচ্চিত্রের জনপ্রিয়তা অ্যানিমেশন জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। অনেকেই মন্তব্য করেছেন যে গল্প শুধু অ্যাকশন নির্ভর নয়, বরং মানবিক আবেগে ভরপুর। তানজিরো ও নেজুকোর ভাই-বোন সম্পর্ক দর্শকদের হৃদয় ছুঁয়েছে। প্রতিটি ডেমন চরিত্রের পেছনের গল্প ট্র্যাজিক ও গভীর, যা শত্রুকেও সহানুভূতির চোখে দেখার সুযোগ দেয়। একটি ভিজ্যুয়াল ও সাউন্ড বিস্ময়, যেখানে ইতিহাসের এক অন্যতম জনপ্রিয় অ্যানিমে ফ্রাঞ্চাইজের চমৎকার নান্দনিকতা এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে চমক জাগানো হয়েছে। সবমিলিয়ে, ডেমন স্লেয়ার অ্যানিমে ও চলচ্চিত্রকে আধুনিক যুগের এক সাংস্কৃতিক ঘটনা হিসেবে ধরা হয়। এর ভিজ্যুয়াল আর্ট, আবেগঘন কাহিনি এবং জাপানি সংস্কৃতির ছোঁয়া দর্শকদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়েছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top