বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা; গৌরব, সাহস ও বীরত্বের কথা। বিজয় দিবস উদযাপনে তরুণ প্রজন্মের ট্রেন্ডি পোশাক হিসেবে টিশার্ট সর্বদাই মানানসই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অর্জন জাতীয় পতাকা, মানচিত্র ও গৌরবগাঁথা টিশার্টের এবারের বিজয়দিবসের নকশা করেছে দেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড রঙ বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মহান বিজয় দিবস ডিসেম্বর মাসে। ফলে শীতের আমেজ থাকে সর্বদাই। তাই টিশার্টের ফ্যাব্রিক হিসেবে নিটকটনে জিএসএম রাখা হয়েছে আরামদায়ক ১৬০-১৮৫-এর মধ্যে। কাপড় তৈরিতে সুতা থেকে ডায়িং-সুইং করে প্রস্তুতের সকল ধাপেই থাকে রঙ বাংলাদেশের রয়েছে নিজস্বতা। বিজয় উৎসবের হাফস্লিভ টিশার্টের সঙ্গে ফুল স্লিভও রয়েছে এই সংগ্রহে; যা যেকোনো সময়ে মানিয়ে যাবে সবার সঙ্গে।
ম্যাচিং টি-শার্টের জন্য রয়েছে বাবা-ছেলে, বড়-ছোটর জন্যে একই ডিজাইনের টি-শার্ট। ইউনিসেক্স প্যাটার্নের কারণে মেয়েদের কাছেও সমান জনপ্রিয় রঙ বাংলাদেশের টিশার্ট। প্রতিটি টিশার্টের রঙে প্রাধান্য পেয়েছে পতাকার সবুজ; আর ডিজাইনে নান্দনিকভাবে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ, পতাকা, নাম ও মানচিত্র। কোয়ালিটির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রঙ বাংলাদেশ প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পণ্যে।
বিজয় উৎসব আয়োজনে টিশার্ট ছাড়াও পাওয়া যাবে পরিবারের সবার জন্য একই ডিজাইনের ম্যাচিং পোশাক। এ ছাড়াও কাপল পোশাক, বাবা-ছেলে, মা-মেয়ে ম্যাচিং পোশাকের বিশাল সম্ভার। বিজয় উৎসবকে কেন্দ্র করে প্রিয়জনকে উপহার দিসেবে দিতে পারেন রঙ বাংলাদেশের স্পেশাল মগ, ফটো ফ্রেম ও বিজয় ব্যানার।
ব্র্যান্ডটির ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি আউটলেটেই পাওয়া যাচ্ছে বিজয় উৎসবের সকল পণ্য। ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে ফোন/হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে