রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সাহিত্যচিন্তায় এমনকি যাপিত জীবনে এখনো জীবন্ত। প্রতিবছরের মতো এবারও ফ্যাশন হাউজ সাদাকালো ৮ মে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তৈরি করেছে বিশেষ পোশাক। যেখানে ডিজাইন হিসেবে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের হাতের লেখা। এই কালেকশনে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট ও উত্তরীয়। সাদাকালোর সব শোরুম ছাড়াও এসব পোশাক পাওয়া যাবে সাদাকালোর ই-কমার্স সাইটে।
Related Projects
সমর্থন কনসার্টে তারুণ্যের জয়গান
- October 31, 2023
শুরুতে ‘আমি আকাশ পাঠাব’ গানের মাধ্যমে সুর ঝংকারের সূচনা ঘটায় সের্ডস ব্যান্ড। আয়োজন আরও মাতোয়ারা করে তোলে আর্টসেল, ব্ল্যাক, সোনার বাংলা সার্কাস, বে অব বেঙ্গল, মিলন মাহমুদ, আধখানা চাঁদ, স্টুডিও মায়েস্ট্রোস এবং ফিচারিং আর্টিস্টের পরিবেশনা

