বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে ‘বিজয় উল্লাস’; চলবে ১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। হোটেলটির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে। থাকছে দেশীয় ঐতিহ্যের স্বাদ ও বৈচিত্র্যময় খাবারের বিশেষ মেনু। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে অতিথিরা উপভোগ করতে পারবেন মনোরম পরিবেশে এক দুর্দান্ত ব্যুফে ডিনার, যা বিশেষত দেশপ্রেম ও ঐতিহ্যের আনন্দকে তুলে ধরবে। থাকছে রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং সিলেক্টেড কার্ডে ডাইন টু অ্যাট প্রাইস অব ওয়ান; যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯৯ টাকা।
স্পা সার্ভিসে ২৫ শতাংশ ডিসকাউন্ট; কম্ফি লাউঞ্জে ১৬ শতাংশ ডিসকাউন্ট, জিম মেম্বারশিপে ৪০ শতাংশ ডিসকাউন্ট, বাবল ফ্লেভর লাউঞ্জে ৩০ শতাংশ ডিসকাউন্ট, রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে আলা-কার্ট মেন্যুতে সবার জন্য ১০ শতাংশ ডিসকাউন্ট। এ ছাড়া প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য প্রতি আউটলেটে থাকছে ডিসকাউন্টে অগ্রাধিকার।
জনপ্রিয় ও সজ্জিত রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে অতিথিদের জন্য থাকছে বিজয় দিবস উপলক্ষে স্পেশাল বার-বি-কিউ প্ল্যাটার; সঙ্গে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা আকাশের নিচে শীতল হাওয়ায় মিউজিক উপভোগ করার জমজমাট আয়োজন তো আছেই!
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।অথবা ভিজিট করুন: https://www.facebook.com/share/2NJauJrF7hyvy6Sa।
- ক্যানভাস অনলাইন
ছবি: ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে