রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে ডিনার বুফে এক্সট্রাভেগেঞ্জা, যেখানে থাকছে শীতের পিঠার বিশেষ আয়োজন। যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, চুই পিঠা, নকশি পিঠা, ছিটা রুটিসহ আরও অনেক কিছু; সঙ্গে গ্লোবাল কুইজিন স্প্রেড।
২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৫, এখানে অতিথিরা উপভোগ করতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু ৭৯৯৯ টাকায়, বিভিন্ন ব্যাংক কার্ডের ওপর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আর তথ্যের জন্য ভিজিট করতে পারেন: www.renaissancedhakagulshan.com।
- ক্যানভাস অনলাইন
ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর সৌজন্যে