skip to Main Content
বসন্তে ভালবাসায় কে ক্র্যাফট

বসন্ত উৎসব বাঙালির প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি। শীতের শেষে প্রকৃতিতে মিষ্টি ফাল্গুনের হাওয়া, নতুন ফুলে মেতে উঠবে চারপাশ। বসন্তে প্রকৃতি যেমন ফুলেল উৎসবে মেতে ও,ঠে তেমনি উৎসব প্রিয় বাঙালি বসন্তের প্রথম দিনটি উদযাপন করে বাহারি রঙের সাজ পোশাকে। বসন্ত যে এসে গেছে তার প্রকাশ যেন সাজ পোশাকেই ঘটে।

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস প্রিয় দুটি দিন একই দিনে হওয়ায় সাজ পোশাক নির্বাচনে একটু দ্বিধায় পরতে হয় অনেককে। তাদের জন্য দেশি ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট এনেছে বিশেষ সংগ্রহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমসাময়িক মোটিফ ও প্রিন্টের পাশাপাশি বিশেষভাবে বাছাই করা ডিজাইন, প্যাটার্ন এবং রংকে প্রাধান্য দেওয়া হয়েছে এই কালেকশনে। যা বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস– দুটো উৎসবকেই সমানতালে ফুটিয়ে তুলবে। নারী, পুরুষ ও শিশুদের বছরজুড়ে পরার মতো দারুণ সব চলতি ফ্যাশনের দৃষ্টিনন্দন পোশাক নিয়েই কে ক্র্যাফটের এবারের আয়োজন।

শীতের শেষে প্রকৃতিতে মিষ্টি ফাল্গুনের হাওয়া যেমন থাকে, তেমনি সঙ্গে থাকে হালকা গরমেরও ছোঁয়া। তাই এ সময় সুতি কাপড়কেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এ আয়োজনে। দিনে পোশাক নির্বাচনে সুতির পোশাক সবচেয়ে উপযোগী হবে। তা ছাড়া সন্ধ্যার পর সুতির পাশপাশি জর্জেট, সিল্ক অথবা হাফ সিল্কের পোশাক বেছে নেওয়া যেতে পারে।

নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। হলুদ কিংবা কমলার পাশাপাশি পোশাকের ক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে লাল, ম্যাজেন্টা, অফ-হোয়াইট, মেরি গোল্ড, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, স্যাল্মন রেড, পিচ, ব্রিক রেড, নীল, ফরেস্ট গ্রিন ইত্যাদি নানা রং থেকে। আবার এই দিনে যেহেতু ভালোবাসা দিবসও, তাই পরা যেতে পারে পছন্দের লাল রং অথবা নীল পোশাক।

ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে এথনিক, ট্র্যাডিশনাল, ফিউশনধর্মী নানা পোশাকের সমাহার রাখা হয়েছে। ফ্লোরাল, আলাম, এথনিক, ট্র্যাডিশনাল, জামদানি, ইক্কত, পেইসলে, জ্যামিতিক ইত্যাদি নানা মোটিফে তৈরি করা পোশাক সারিতে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, গাউন, কাফটান, টিউনিক, টপস-স্কার্ট, ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, শার্ট, কটি ও শিশুদের জন্য নানা আয়োজন। ফ্যামিলি পোশাক থাকছে বরাবরের মতোই। এ ছাড়া যুগলদের জন্য বিশেষ পোশাক।

ব্র্যান্ডটির লাইফস্টাইল সেগমেন্টে থাকছে অর্নামেন্টস, নানা উপহারসামগ্রী, হোম ডেকর আইটেম, স্যান্ডেল এবং নানা ফ্যাশন অনুষঙ্গ।

কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যেকোনো প্রান্ত থেকে অনলাইন শপ kaykraft.com থেকে ফাল্গুন-ভালোবাসা দিবসের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: কে ক্র্যাফট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top