শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) ঢাকার গুলশান-২-এ অবস্থিত র্যাংগস ই-মার্টের শোরুমে এক বর্ণাঢ্য আয়োজনে এলজি ওলেড সি৪ সিরিজ টেলিভিশন উন্মোচন করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন, , এলজি বাংলাদেশের হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স আশিকুল ইসলাম , র্যাংকন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ঈয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস রাশেদুল ইসলাম, র্যানকন ইলেক্ট্রনিক্সের সিইও একেএম তৌহিদুর রহমান, র্যাংকন ইলেক্ট্রনিক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার সামির মাহমুদ সালেহ প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এখন থেকে র্যাংগস ই-মার্টের প্রতিটি আউটলেটে পাওয়া যাবে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৭ ইঞ্চি এলজি ওলেড C4 সিরিজ টেলিভিশন। এই মডেলের বিশেষ বৈশিষ্ট্য হলো পারফেক্ট ব্ল্যাক এবং পারফেক্ট কালার, ৩০% অধিক ব্রাইটনেস, আলফা ৯ এআই প্রসেসর ৭ জেন, ৪কে রেজুল্যুশন উইথ এআই পিকচার প্রো এবং ৪০ ওয়াট এআই সাউন্ড প্রো। গেমিং এক্সপেরিয়েন্সের জন্য সেরা টেলিভিশন এলজি ওলেড C4 সিরিজ ৫০% ব্লু লাইট ইমিশন কমিয়ে চোখের নিরাপত্তা নিশ্চিত করে। উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই টেলিভিশন ফ্লিকার ফ্রি এবং গ্লেয়ার ফ্রি।
এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘র্যাংগস ইমার্টের সঙ্গে নতুন এই ওলেড C4 সিরিজ টিভি লঞ্চ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই ওলেড C4 সিরিজ টেলিভিশন শুধুমাত্র উন্নত প্রযুক্তির উদাহরণ নয়, এটি আমাদের গ্রাহকদের জীবনের অংশ হয়ে তাদের বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। আমাদের লক্ষ্য সব সময় এমন পণ্য সরবরাহ করা যা গ্রাহকদের চাহিদা পূরণ করে এবং তাদের প্রত্যাশার ঊর্ধ্বে যায়। আমরা আত্মবিশ্বাসী, এলজি ওলেড C4 টেলিভিশন সেইসব প্রযুক্তিপ্রেমীদের জন্য আদর্শ হবে, যারা গুণগত মান ও আধুনিক প্রযুক্তির সেরা সমন্বয় চান।’
তিনি আরও বলেন, ‘র্যাংগস ই-মার্টের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি পণ্য আরও সহজলভ্য করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন এই ওলেড C4 টেলিভিশন গ্রাহকদের জন্য অনন্য ভিজ্যুয়াল এবং শব্দ অভিজ্ঞতা নিশ্চিত করবে, যা তাদের বিনোদনের সংজ্ঞাকেই বদলে দেবে।’
র্যানকন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ঈয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘র্যাংগস ইমার্ট বরাবরই নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করে থাকে, তারই প্রতিচ্ছবি হচ্ছে LG ওলেড C4 সিরিজ। বর্তমানে র্যাংগস ইমার্টে এলজির সকল লেটেস্ট ও প্রিমিয়াম প্রোডাক্ট রেইঞ্জ রয়েছে। এছাড়াও ক্রেতাদের কথা মাথায় রেখে র্যাংগস ইমার্ট এলজির সকল পণ্যে দিচ্ছে আকর্ষণীয় মূল্যছাড়, ০% ই এম আই সুবিধা, ফ্রি ডেলিভারি, ফ্রি ইন্সটলেশন এবং সেরা বিক্রয়োত্তর সেবা সহ আরও অনেক সুবিধা।’
অনুষ্ঠানটির মাধ্যমে ‘ এলজি ওলেড আলটিমেট ব্যাটেল’বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। উল্লেখ্য বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রির তুমুল আলোচিত চ্যাম্পিয়নশিপ ‘এলজি ওলেড আলটিমেট ব্যাটেল’। প্রায় ২ মাসব্যাপী অনুষ্ঠিত এই চ্যাপিয়নশিপ র্যাংকস ইমার্টের ঢাকা, খুলনা, চট্রগ্রাম ও সিলেটের ৯টি আউটলেটে অনুষ্ঠিত হয়েছিল। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে বিজয়ী রুম্মান বিন হোসেন এবং রানারস আপ আহনাফ আহমেদ মাহি। চ্যাম্পিয়নের হাতে তুলে দেওয়া হয় এলজি ওলেড ৬৫ ইঞ্চ টিভি এবং রানারস আপ লাভ করেন ৪৩ ইঞ্চি এলজি ওলেড টেলিভিশন।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে