ষাট-সত্তরের দশকে ক্রশে ফ্যাশনে জায়গা করে নিয়েছিল। ফিরেছে এ বছর। কটেজ কোর আর কোস্টাল কোরের ধারাতে এর জয়গান শোনা যাচ্ছে।
সুঁই-আর সুতোর কাব্য গাঁথাতে নকশা হয় হাজার রকম। সৃজনশীলতায় সৌন্দর্য। হালকা ওজনের নিটিং কৌশলে বোনা যায় নানা জিনিস। একটি লুপ থেকে হাজার লুপে। কখনো পোশাক, কখনো ব্যান্ডানা, কখনো জুয়েলারি, কখনো-বা ব্যাগ।
বোহেমিয়ান লুক ফ্যাশনিস্তাদের প্রিয় হয়ে উঠেছে কয়েক বছরে। ক্রশে ব্যবহারে তৈরি করা যায় এই বোহোর ক্লোদিং আর এক্সেসোরিজ পিসেস। এই নিট অ্যাপারেলে একটির পর একটি ছিদ্র আর লুপের সন্ধি হয় বলে বাতাসের আসা-যাওয়া সম্ভবপর। স্বস্তি দেয় হ্যান্ড নিটিংয়ের এই কৌশলের পোশাক। ফ্যাশন ফরওয়ার্ড এই নিপুণতায় তৈরি করা যায় সুইমস্যুট, হ্যাট, জুতা, জুয়েলারি।
পোশাক লাইনে এবারে জনপ্রিয় হয়েছে কাভার আপ টু-পিস সেট, টপ, মিডি ড্রেস, ওয়েভ জ্যাকেট, নিট স্ট্রাইপ ড্রেস, শর্ট স্লিভ নিট ড্রেস, মিনি ড্রেস, জাম্প স্যুট, মিডি ড্রেস, হাই স্লিট ক্রশে কাভার-আপ ম্যাক্সি ড্রেস। এর বাইরে ফ্লাওয়ার নেকলেস, মিনি টোট, পাফি প্ল্যাটফর্ম সু, ব্যান্ডানা, ফ্লাওয়ার নেকলেস মাতিয়েছে রানওয়ে।
কালার প্লেটের শেড নিয়ে বেশ খেলা দেখা যাচ্ছে এগুলোতে। সাদা, বাদামি, ছাইয়ের মতো হালকা রং যেমন মন কেড়েছে, তেমনি প্যাস্টেলও কিন্তু আকর্ষণ করেছে অনেককে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন