মেঘমুক্ত আকাশ শুভ্র শিউলির মন মাতানো ঘ্রাণ আর দিগন্তবিস্মৃত ফসলের মাঠে নিরন্তর সবুজের ঢেউ জানান দিচ্ছে- এসেছে শরৎ। এই সময়ে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ‘শরতের হৈচৈ’ অফার। সীমান্ত স্কয়ার ও যমুনা ফিউচার পার্ক-এর আউটলেটে সব সামগ্রীতে থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে সব বয়সের সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের নানা ডিজাইনের পোশাক, শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্য। এ ছাড়া জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেডকাভার, পিলোকাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিসও থাকছে এই আয়োজনে। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে শরতের হৈচৈ অফার।
Related Projects
পরীমনির হাত ধরে মানিকগঞ্জে হারল্যান
- February 14, 2024
প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা অনুষঙ্গ

