ক্যানভাস ডেস্ক
রাজধানীর আইডিবি ভবনস্থ বিসিএস কম্পিউটার সিটিতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রাম। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই প্রোগ্রামে নানা ধরনের আয়োজন ছিল।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়োজনটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, লেনোভো প্রোডাক্ট ম্যানেজার মাজেদ ইবনে আলি ইবনু, লেনোভো বাংলাদেশের রিজন্যাল চ্যানেল ম্যানেজার, কমার্শিয়াল বিজনেস সুমন রায় এবং বিসিএস কম্পিউটার সিটির শীর্ষ ব্যবসায়িক পার্টনারবৃন্দ।
লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রামে লেনোভো ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের ল্যাটেস্ট মডেলের ল্যাপটপ, ডেস্কটপ এবং ট্যাবলেট প্রদর্শন করা হয়, যেখানে মার্কেটে আগত ক্রেতা সাধারণ পণ্যগুলো ছুঁয়ে দেখার সুযোগ পান। পাশাপাশি, মার্কেটের যেকোনো দোকান থেকে লেনোভো পণ্য কিনে ক্রেতাদের শপিং ভাউচারসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার দেয়া হয় লেনোভোর স্টল থেকে। এই ধরনের আয়োজন তথ্যপ্রযুক্তি প্রেমীদের মধ্যে বিভিন্ন নিত্যনতুন প্রযুক্তি পণ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করেন আয়োজকরা।