দেশের শীর্ষস্থানীয় পার্সোনাল কেয়ার ও বিউটি রিটেইলার প্রতিষ্ঠান ‘সাজগোজ’-এর নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন শুরু হয়েছে মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫)। চলবে ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এই ক্যাম্পেইনে রয়েছে নববধূদের জন্য এক্সক্লুসিভ ডিল ও গিফটস, যা বিয়ের আমেজকে আরও জাঁকজমক করে তুলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিয়ের ব্যস্ত সময়কে ঝামেলামুক্ত ও সুন্দর করে তুলতে সাজগোজ দিচ্ছে ব্রাইডাল মেকআপ ও ওয়েডিং গিফট বান্ডেলে ৫০% পর্যন্ত ছাড়। লাক্সারিয়াস লিপস্টিক, ভাইব্রেন্ট আইশ্যাডো প্যালেট, স্কিন কেয়ার প্রোডাক্টসহ বিভিন্ন প্রোডাক্ট কিনলে এই বিশেষ অফার পাওয়া যাচ্ছে।
সাজগোজ-এর সিওও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “আমাদের ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইনে আমরা অথেন্টিক, হাই-কোয়ালিটির প্রোডাক্ট এবং বিভিন্ন এক্সক্লুসিভ অফারস দিচ্ছি, যাতে করে প্রতিটি নববধূর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আর সব অতিথি উদযাপনের আমেজ উপভোগ করতে পারেন।”
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন সাজগোজ-এর ওয়েবসাইট অথবা নিকটবর্তী যেকোনো আউটলেট। এক্সক্লুসিভ আপডেট ও ওয়েডিং বিউটি টিপস পেতে সাজগোজ-এর সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকতে পারেন।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ এবং সাজগোজ-এর সৌজন্যে