দেশের উদীয়মান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ব্লুচিজ এবার রাজধানীতে তাদের ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৫) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বনানী ১১-তে তৃতীয় এ আউটলেটের উদ্বোধন করে ব্র্যান্ডটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, খ্যাতনামা ফ্যাশন মডেল, স্টাইলিস্ট, ফটোগ্রাফার ও ফ্যাশন জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। অতিথিরা ব্লুচিজের নতুন কালেকশন ঘুরে দেখেছেন, যেখানে তুলে ধরা হয়েছে সৌন্দর্য ও আধুনিক ট্রেন্ডের অসাধারণ মিশ্রণ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মান, স্বস্তি ও উদ্ভাবনের প্রতিশ্রুতি নিয়ে ফ্যাশনকে নতুনভাবে উপস্থাপন করাই ব্লুচিজের লক্ষ্য। ব্র্যান্ডটি এমন উদ্ভাবনী ডিজাইন নিয়ে কাজ করে যা ব্যক্তির বিশেষত্ব ও আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে। তাই স্টাইলের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে আগ্রহী ফ্যাশনপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য হিসেবে পরিণত হয়েছে ব্র্যান্ডটি।
এ আউটলেটের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এর বেলওয়ারি কর্নার। এতে রয়েছে জমকালো জামদানি শাড়ির অনবদ্য কালেকশন। এই সেগমেন্টে মিলবে বাংলার চিরন্তন শিল্প, যেখানে ঐতিহ্যবাহী কারুকাজের সঙ্গে আধুনিকতার এক অনন্য মিশ্রণ তুলে ধরা হয়েছে।
ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, “এই ফ্ল্যাগশিপ আউটলেট আমাদের স্বকীয়তা ও সৌন্দর্যের প্রতি অঙ্গীকারের প্রতিচ্ছবি। ব্লুচিজ কেবল একটি ব্র্যান্ড নয়; এটি একটি রেভ্যুলেশন। আমরা বিশ্বাস করি, এই ব্র্যান্ড মানুষকে তাদের নিজস্ব পরিচয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে অনুপ্রাণিত করবে। আমাদের স্লোগান ‘কমফর্টেবলি ইউ’ সেই প্রতিশ্রুতিরই প্রতীক।”
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লুচিজের কো- ফাউন্ডার সিমিন জামান ও চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আউটলেটের নতুন কালেকশনের প্রতি আগ্রহ প্রকাশ করেন। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়, যা ব্র্যান্ডটির জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে ওঠে।
বনানী ১১-এ অবস্থিত ব্লুচিজের ফ্ল্যাগশিপ আউটলেটে পাবেন এক্সক্লুসিভ প্রিমিয়াম সব ফ্যাশন কালেকশন। যাতে রয়েছে দৃষ্টিনন্দন দৈনন্দিন পরিধান থেকে শুরু করে সাহসী স্টেটমেন্ট পিস পর্যন্ত সব রকম পোশাকের আয়োজন। এটি আধুনিক ফ্যাশনকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি ব্র্যান্ডের স্বকীয়তা, স্বস্তি ও স্টাইলের মূল্যবোধকেও অটুট রাখে।
ওয়েবসাইট: www.blucheez.fashion
স্টোর লোকেশন: https://blucheez.fashion/pages/blucheez-outlets।
- ক্যানভাস অনলাইন
ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে