skip to Main Content

একঝলক

ছেলের জন্য রান্নাঘরে অপূর্ব

কিছুদিন আগে উদযাপিত পয়লা বৈশাখ ঘিরে বাঙালির আনন্দের অংশ হয়ে উঠেছিল। অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসানের একটি ভিডিও। যা ফেসবুক ও ইউটিউব উপভোগ করেছেন অনেকেই। তাতে দেখা গেছে, গান গাইতে গাইতে ছেলের জন্য তারা রান্না করে ফেললেন বর্ষবরণের খাবার সর্ষে ইলিশসহ হরেক রকমের ভর্তা। জীবনের উৎসবে ভালোবাসার কলরবের এই দারুণ মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করেছে ফ্রেশ খাঁটি সরিষার তেল। রান্নাঘরে বাবা-ছেলের অ্যাডভেঞ্চার নিয়ে চমৎকার মিউজিক্যাল রেসিপি ভিডিওটি অনলাইন মাতিয়ে রেখেছে আজও ।

রঙ বাংলাদেশের ঈদ আয়োজন

অন্যান্য দেশীয় ফ্যাশন হাউজের মতো রঙ বাংলাদেশও সাজিয়েছে ঈদ সংগ্রহ। এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করা হয়েছে। তিনটি বিশেষ থিমে তৈরি হয়েছে পোশাক। ইসলামিক নকশা, ফ্লোরাল ও ইন্ডিয়ান টেক্সটাইল। পোশাক নকশায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ। পাশাপাশি গুরুত্ব পেয়েছে সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ড। আরামদায়ক কাপড়ে তৈরি এইসব পোশাকে রঙ হিসেবে প্রাধান্য পেয়েছে লাল, অফ হোয়াইট, বিস্কিট, ম্যাজেন্টা, পেস্ট, নেভাল ব্লু, মিষ্টি মেরুন, কফি। এ ছাড়া রয়েল ব্লু, লাইট গোল্ডেন, লাইট টিয়া, লাইট লেমন, সি-গ্রিন, অ্যাশ, কমলা, কালো ইত্যাদি রঙেরও দেখা মিলবে। ভ্যালু অ্যাডের মিডিয়া হিসেবে থাকছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক, কারচুপি, মেশিন এমব্রয়ডারি, টাই অ্যান্ড ডাই। সংগ্রহে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, টপস, স্কার্ট, ওড়না, ব্লাউজ পিস, তৈরি ব্লাউজ ইত্যাদি।

ওরিয়নের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার জয়া

ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হিসেবে চুক্তিবদ্ধ হলেন স্বনামধন্য মডেল, অভিনেত্রী জয়া আহসান। চুক্তিটির ফলে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে দেখা যাবে জয়া আহসানকে। ২৭ এপ্রিল, শনিবার এই চুক্তি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ওরিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালমান ওবায়দুল করিম, কোম্পানি সেক্রেটারি ফেরদৌস জামান, ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের সিইও রুহুল আমিন মোল্লা এবং গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। চুক্তিটি তেজগাঁওয়ে ওরিয়ন গ্রুপের করপোরেট অফিসে স্বাক্ষরিত হয়।

গ্রামীণ ইউনিক্লোর ঈদ কালেকশন

এবারের ঈদ আয়োজনে গ্রামীণ ইউনিক্লো ছেলেদের জন্য এনেছে উন্নত ও বিশ্বমানের বিশেষ ফেব্রিকে তৈরি বিভিন্ন রঙ এবং ডিজাইনের পাঞ্জাবি, লিনেন শার্ট ও ড্রাই পোলো শার্ট। গরমের দিনে এগুলো খুব আরামদায়ক। ডেনিম শার্ট, কটনের প্রিন্টেড শার্ট, বিভিন্ন ডিজাইনের চেক শার্ট, প্রিন্টেড ডেনিম শার্ট, স্ট্যান্ড কলার শার্ট, বিশেষভাবে তৈরি ইজি প্যান্ট, জিনস, চিনোস প্যান্ট নিয়ে সেজে উঠেছে ব্র্যান্ডটির আউটলেট। আর মেয়েদের জন্য থাকছে বিভিন্ন ডিজাইনের হালকা ও ভারী কাজের সলিড এবং প্রিন্টেড কামিজ, শ্রাগ, টপস, ভিন্ন স্টাইলের প্যান্টস ও পালাজো, লেগিংসসহ বিভিন্ন আইটেম।
এসব পণ্য ৩৯০ থেকে ২৬৯০ টাকায় পাওয়া যাবে গ্রামীণ ইউনিক্লোর সব আউটলেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top