আজকের রাশি I ৭ ডিসেম্বর
মেষ
নাকাল করতে চাইবে কেউ, সতর্ক থাকুন।
বৃষ
ফাঁকি দেওয়ার সুযোগ পাবেন, কিন্তু ফাঁকি দেওয়ার আদমি তো নন আপনি।
মিথুন
চাপটাকেই অনুপ্রেরণায় পরিণত করতে যাচ্ছেন, শাবাশ।
কর্কট
কার্যকর কোনো ডিলে যাবেন আজ, উইন উইন অবস্থায়ই থাকবে।
সিংহ
মারদাঙ্গা ব্যস্ত থাকবেন আজ, তার পরও ঠিকই ঘুরতে যাবেন কোথাও।
কন্যা
এক লাফে অনেক দূর এগিয়ে যাবেন, কাজে লাগান।
তুলা
দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, অভিজ্ঞদের পরামর্শ নিন।
বৃশ্চিক
ঘটনাপ্রবাহকে যুক্তির শিকলে বাঁধুন, দেখবেন ঘোলাটে ভাবটা কেটে গেছে।
ধনু
এক বিন্দু দুঃখ নেই আজকের দিনটাতে।
মকর
বাদ দিতে হবে কিছু একটা আজ, প্রয়োজনেই।
কুম্ভ
সীমা অতিক্রম করতে চাইবে কেউ, সাবধান!
মীন
আপনার অনেক প্রশ্নের উত্তর দিবে আজকের দিনটা।