আজকের রাশি I ১৪ ডিসেম্বর
মেষ
কারও অবহেলায় ব্যথিত হতে পারেন, আপনি আপনার কাজটাই করুন।
বৃষ
আবেগটাকে বশে রাখতে হবে আজ, নতুবা সব গুবলেট হয়ে যাবে।
মিথুন
বেশ দৌড়ের উপর থাকবেন আজ, কাজে লাগবে।
কর্কট
বাজে সংবাদে ভেঙে পরবেন না, সমান গতিতে এগোতে থাকুন।
সিংহ
হিতে বিপরীত কিছু হতে পারে, প্রস্তুত থাকুন।
কন্যা
গিত্তু লাগতে পারে, সাবধান।
তুলা
বেশ ফর্মে থাকবেন আজ দিনজুড়ে।
বৃশ্চিক
মন ভার করার কোনোই কারণ থাকবে না আজ।
ধনু
আজ বেশ আলসে সময় কাটবে মেষ।
মকর
মন মরা ভাবটা কেটে যাওয়ার একশ একটা কারণ আছে আজ।
কুম্ভ
বাধা আসবে, থামলে চলবে না কিন্তু।
মীন
কোনো ব্যাপার ঘোলাটে হবে, ঝকঝক করার দায়িত্ব কিন্তু আপনার।