রাশি I সাফল্য ধরা দেবে শিগগিরই
মেষ
গত কিছুদিন মেষের আকাশে সূর্যের দেখা না মিললেও এ মাসে ঝকঝকে রোদ্দুর ছড়িয়ে থাকবে। কর্মক্ষেত্রে তেমন কাজের চাপ না থাকায় পরিবারে যথেষ্ট সময় দিতে পারবেন। সবাইকে নিয়ে নাহয় ঘুরেই আসুন।
মিথুন
বছরের শুরুটা বেশ ভালোই কাটছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকলে মন সবারই ভালো থাকে। আগামী দিনগুলোও বিন্দাস কাটবে আশা করি। সামনে একটু ঝামেলা এলেও কাছের মানুষদের সহযোগিতায় তা কেটে যাবে।
সিংহ
অনেক দিন না দেখা আত্মীয়ের সঙ্গে দেখা হবে। পকেটের অবস্থাও ভালোই থাকবে। তবে কাউকে দেওয়া কথা ভঙ্গ না করার চেষ্টা করবেন।
তুলা
যেমন কর্ম তেমন ফল কথাটি এ মাসে আপনার জন্য বরাদ্দ। এমন কিছু করবেন না যার জন্য পরে আফসোস করতে হয়। অনাকাঙ্ক্ষিত কোনো সংবাদে মন ভার হতে পারে। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি মনকে হালকা করে নিতে পারবেন।
ধনু
জীবনে সব কাজে সফলতা আসবে এমন নয়। আবার ব্যর্থ হয়ে মন খারাপ করে বসে থাকাটাও কাজের কথা নয়। ঘুরে দাঁড়ানোই কাম্য। আর সাফল্য ধরা দেবে শিগগিরই।
কুম্ভ
মনের ডাক্তার দেখান। তিনিই আপনাকে উপায় বাতলে দেবেন। আপাতত কোনো ধরনের ঝামেলার দিকে না গিয়ে নিজেকে সময় দিন। কাছের মানুষদের সান্নিধ্যে থাকুন।
বৃষ
ভালো কাজের সফলতায় কাটবে দিনগুলো। তাই যারা সহযোগিতা চাইছে, তাদের না করবেন না। তবে ভালো কাজে বাধা আসে, তা-ও মাথায় রাখবেন। আশা করি, সব ঠান্ডা মাথায় সামাল দেবেন।
কর্কট
অল্প পরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলতে সাবধানি হবেন। পকেটের অবস্থা ভালো থাকলেই যে নির্বিচার খরচ করতে হয়, এমনটা ঠিক নয়। নিজেকে সামলে রাখুন। ভালো থাকবেন।
কন্যা
কখনো কখনো মানসিক প্রশান্তিকেই প্রাধান্য দিতে হয়। নিজের মনের কথাই শুনুন, আর কারও নয়। তবে অন্যকে কষ্ট দিয়ে ফেলবেন না যেন। মনটা আনন্দেই থাকবে।
বৃশ্চিক
মানুষের সঙ্গে মিশতে পারার গুণটি আপনার আছে। একে কাজে লাগান। কর্মক্ষেত্রে আগামী কয়েক মাসের কর্মপরিকল্পনা করে রাখুন। সামনে সুযোগ না-ও পেতে পারেন। ব্যস্ততা যে বাড়ছে।
মকর
মন যেহেতু প্রফুল্ল আছে, জমিয়ে রাখা কাজগুলো শেষ করে নিন একে একে। এরপর পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ দিন। সেখানে আপনাকে প্রয়োজন। তবে নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখুন।
মীন
কাছের সম্পর্কগুলোর যত্ন নিন। ছুটির দিনগুলোতে নিয়ম করে সময় দিন তাদের। এতে সম্পর্কও ঠিক থাকবে, মনও ভালো থাকবে। মাসটিতে কাছের মানুষেরাই আপনার সমস্যার সমাধানে কাজে লাগবে।