বিউটি বক্স
আর্দ্রতার আয়োজন
শুধু শুষ্কই নয়, দারুণ স্পর্শকাতর ত্বক? সেরা সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সেটাফিল। ব্র্যান্ডটির এই বডি ময়শ্চারাইজিং ক্রিম খুব শুষ্ক ত্বকের স্পর্শকাতরতা সারাইয়ে সক্ষম। দারুণ শক্তিশালী এমোলিয়েন্ট আর হিউমিকটেন্টের সুপিরিয়র সিস্টেমে তৈরি এ ময়শ্চারাইজার; যা আর্দ্রতা এবং জলীয় অংশ ত্বকে আটকে রাখতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী আরাম দেয় শুষ্ক, রুক্ষ মৌসুমে। ত্বকে চিপচিপে বা আঠালো ভাব তৈরি না করায় ব্যবহার করা যায় হাত, পা, কনুই, হাঁটুসহ শরীরের সব অংশে। সহজেই শুষে নেয় ত্বক। ফলে ইনটেন্স ময়শ্চারাইজেশনের প্রয়োজন হলে কিনে নেওয়া যেতে পারে এটি। দাম ২৬২০ টাকা।
অ্যালো জলে
এশীয় ত্বকচর্চার অনুপ্রেরণায় ল’রিয়েল প্যারিস ল্যাবরেটরিজ আবিষ্কার করেছে ‘দ্য লিকুইড কেয়ার’ ফর্মুলা। যা মিলবে ব্র্যান্ডটির হাইড্রা জিনিয়াস অ্যালো ওয়াটারে। বাজারের প্রথম স্কিন ড্রিঙ্ক হিসেবে পরিচিত এ পণ্য স্বাভাবিকভাবে শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি। প্রতিদিনের উপযোগী অ্যালো ওয়াটার ৭২ ঘণ্টা ধরে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সক্ষম। সঙ্গে রয়েছে হায়ালুরনিক এসিড, যা চটজলদি ত্বকের গভীরে প্রবেশ করে। সজীবতা জোগায়। দেয় স্বাস্থ্যোজ্জ্বল আভা। ফলে পানির মতো হালকা অনুভূত হলেও ক্রিমের সমান আর্দ্রতার জোগান দিতে সক্ষম এটি। মূল্য ১৩৫০ টাকা।
হেম্প হাইপ
গেল বছর আলোচনার শীর্ষে ছিল হেম্প। সৌন্দর্যপণ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে। এ বছর সেই উন্মাদনা আরও বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। তাই বিউটি বক্সে রাখা যেতেই পারে হেম্পে তৈরি একটি বডি লোশন। এক্সবিসি ব্র্যান্ডের এই সৌন্দর্যপণ্যে ব্যবহৃত হয়েছে হেম্প অয়েল। প্ল্যান্ট ডিরাইভড এই এসেনশিয়াল অয়েল পরিপূর্ণ ফ্যাটি অ্যাসিড আর বিভিন্ন ধরনের ওমেগায়। ফলে নিয়মিত ব্যবহারে ত্বক ফিরে পায় হারানো স্বাস্থ্যোজ্জ্বল ভাব। সঙ্গে থাকা প্রাকৃতিক অর্গানিক উপাদানের নির্যাস ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে। ফলে পরিপুষ্ট থাকে ত্বক। দেখায় কোমল, মসৃণ। শতভাগ প্যারাবেন মুক্ত এ লোশনের দামও হাতের নাগালে। মাত্র ৫৫০ টাকা।
মরিঙ্গার মৌসুম
একের ভেতর দুই। মানে, দেহত্বক আর চুল— দুয়েরই শুষ্কতা সারাইয়ের জন্য। বডিশপ ব্র্যান্ডের বিউটিফায়িং মরিঙ্গা ড্রাই অয়েল। মিষ্টি ফুলের গন্ধে তৈরি তেলটি প্রতিবার ব্যবহারেই ত্বকে দেয় কোমল, মসৃণ অনুভূতি। আর্দ্র রাখে, বাড়ায় ঔজ্জ্বল্য। হালকা হওয়ায় সহজেই শুষে নিতে পারে ত্বক। বাছাই করা মরিঙ্গা বীজ থেকে নির্যাসিত তেল ছাড়াও এতে রয়েছে নামিবিয়া থেকে সংগৃহীত ম্যারুলা অয়েল। আরও মিশ্রিত হয়েছে কুকুই এবং সুইট আমন্ড অয়েল। ফলে এ মৌসুমে ত্বক সুন্দর রাখতে সংগ্রহে থাকতে পারে ৯৯৯ টাকা দামের এই তেল।