বুলেটিন
ক্লিনিকের নতুন মুখ ক্লার্ক
গেল দশ বছর কখনো হাউস টারগেরিয়ানের ডেনেরিস, কখনো গ্রেট গ্রাস সি-এর খালিসি, তো কখনো মাদার অব ড্রাগন—এমন সব নামেই পরিচিত ছিলেন গেম অব থ্রোনস সিরিজ খ্যাত সেলিব্রিটি এমিলি ক্লার্ক। তবে চলতি সালে নতুনভাবে পরিচিত হয়ে উঠছেন তিনি। বিখ্যাত বিউটি ব্র্যান্ড ক্লিনিক-এর প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হিসেবে। ইতিমধ্যেই ক্লার্ক কাজ শুরু করে দিয়েছেন। ২০১৮ তে বাজারে আসা ক্লিনিকের দারুণ জনপ্রিয় কাস্টমাইজেবল স্কিন কেয়ার রেঞ্জ ‘ক্লিনিক আইডি’র অ্যাড ক্যাম্পেইনে দেখা যাবে তাকে। ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হিসেবে তার এই যাত্রা উদ্যাপন উপলক্ষে ব্র্যান্ডটির আইডি কালেকশনে যোগ হয়েছে একদম আনকোরা একটি পণ্য। ড্রামাটিক্যালি ডিফারেন্ট ময়শ্চারাইজিং বিবি জেল নামের পণ্যটি শিমারি গ্রে-ব্লু রঙা একটি লোশন। যার কালার ব্লুমিং পিগমেন্ট সামান্য কাভারেজ দেওয়ার পাশাপাশি ত্বককে করবে কোমল আর স্বাস্থ্যোজ্জ্বল।
নিকির নতুন পরিচয়
নিকি টিউটোরিয়াল। বিউটি ভøগিং বিশ্বে গুরু হিসেবেই মানা হয় তাকে। ইউটিউবে দারুণ জনপ্রিয় তার অভিনব কৌশলের মেকআপ ট্রান্সফরমেশনের জন্য। ১৩ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলে। সম্প্রতি তাদের উদ্দেশে ১৭ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন নিকি, যার টাইটেল ছিল ‘আই এম কামিং আউট’। তবে মেকআপ নিয়ে নয়, ভিডিওটিতে নিজের আসল পরিচয় তুলে ধরেছেন তিনি। ট্রান্সজেন্ডার হিসেবে। আসল নাম নিকি ডে জেগার। তার ভাষ্য, ছোটবেলায় যখন থেকে বুঝতে শুরু করেন, তখন থেকেই তার অনুভব হয়, ভুল শরীরে জন্ম নিয়েছেন তিনি। তাই ছয় বছর বয়স থেকেই বড় চুল রাখা আর মেয়েদের পোশাকেই বেশি স্বচ্ছন্দ ছিলেন নিকি। চৌদ্দ বছর বয়স থেকে নিয়মিত হরমোন নেওয়া শুরু করেন। ফলে উনিশে গড়াতেই পুরোপুরি পাল্টে যান। এই যাত্রায় সব সময় পাশে ছিলেন তার মা এবং বাগদত্তা ডিলেন ড্রসেয়ার্স। সম্প্রতি নানা ধরনের হুমকির শিকার হওয়ায় সিদ্ধান্ত নেন নিজের আসল পরিচয় সবার সামনে তুলে ধরার। ইতিমধ্যে অ্যাশলে গ্রাহাম, লেডি গাগা আর বেকি জির মতো সেলিব্রিটিদের সঙ্গে কাজ করেছেন ২৪ বছর বয়সী নিকি।
নেকেডের নতুন প্যালেট
বিশ্বের জনপ্রিয় আইশ্যাডো রেঞ্জগুলোর তালিকা করলে আরবান ডিকের নেকেড প্যালেটের নাম তাতে থাকবেই। সম্প্রতি সৌন্দর্যবিশ্বকে নতুন উপহার দিয়েছে ব্র্যান্ডটি। বাজারে মিলছে নেকেড পরিবারের নতুন সদস্য ‘নেকেড হানি’। প্যালেটটিতে রয়েছে ১২টি আয়তাকার প্যান। যাতে পোরা হয়েছে ট্যান, ব্রাউন আর গোল্ডেনের অদেখা সব শেড। ম্যাট, শিমার আর মেটালিক ফিনিশে তৈরি। বাটারি ফর্মুলার প্রতিটি শেড ব্লেন্ড করে নেওয়া যায় সহজে। তৈরি করা যার পারফেক্ট স্মোকি আই থেকে সত্তর দশকের ডিসকো অনুপ্রাণিত স্টেটমেন্ট আই লুক। যা টিকে থাকে দিনভর। দেখায় অমলিন। দাম ৪২ ডলার।