করোনাভাইরাস র্দুযোগ মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাপ) সদস্যদের ব্যবহারের জন্য ১৫০০০ মাস্ক এবং র্যাবের সহায়তায় জনগণের মাঝে বিতরণের জন্য ২০০০ ব্যাগ খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এম জি আই)। র্যাবের মহাপরচিালক বেনজির আহমেদের কাছে বুধবার এসব সামগ্রী হস্তান্তর করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। হস্তান্তরিত খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল ৪ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং ১ লিয়ার সয়াবিন তেল। এর আগেও করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান ও নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, টাঙ্গাইল, যশোর, খুলনা ও শরীয়তপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য ২৫০০০ ব্যাগ খাদ্যসামগ্রীর সহায়তা দিয়েছিল প্রতিষ্ঠানটি।