পোর্টফোলিও I এই বসন্তে
বিবর্ণ দিন শেষে ফুলের মনোহর রঙ ও সৌরভ নিয়ে প্রকৃতিতে হাজির হচ্ছে বসন্ত। বিয়ের মৌসুম এ সময়ও বহমান। তবে প্রকৃতির হাওয়া বদলের বদৌলতে খানিকটা তফাত দেখা যায় বিয়ের পোশাক-আশাক আর জুয়েলারিতে। তা পষ্ট করতেই দুই অঙ্গনের দুই খ্যাতনামা ডিজাইনারের কাজ তুলে ধরা হলো। এঁরা হলেন ডিজাইনার চন্দনা দেওয়ান ও নিহারিকা মমতাজ। ফ্যাব্রিক, কালার, এমবেলিশমেন্ট- সবকিছুতে চন্দনা দেওয়ান রেখেছেন সেই সৃষ্টিশীলতার ছাপ, যা বিয়ের কনেকে দেবে এলিগ্যান্ট লুক। অন্যদিকে জুয়েলারি নিয়ে কাজ করেন নিহারিকা মমতাজ। তাঁর সিগনেচার জুয়েলারি ব্র্যান্ড নাইনটিন সেভেনটি টু। এবারের বসন্তকালীন ব্রাইডাল কালেকশনের গয়নায় তিনি ধরেছেন উজ্জ্বল নানা রঙ। সঙ্গে মিনা কাজ। তিনি প্রতিফলিত করার চেষ্টা করেছেন দেশের প্রকৃতি, ইতিহাস ও শিল্পকলার রূপ। সোনা, রুপা, কপার, ব্রাশ ও মিক্সড মেটাল নিয়ে কাজ করেন তিনি। এথনিক ও কনটেম্পরারি লুকের মিশেলে ফিউশন জুয়েলারি তৈরিতে মনোনিবেশ করেছেন এবার। গুরুত্ব দিয়েছেন মিনাকারি আর্ট ও পোলকি ডিজাইনে।
ওয়্যারড্রোব: চন্দন বাই চন্দনা দেওয়ান
জুয়েলারি: নাইনটিন সেভেনটি টু বাই নিহারিকা মমতাজ
মডেল: প্রিয়াম, সায়রা, সিম্মি, সূর্য ও নাজ
মেকওভার: পারসোনা
ছবি: তানভীর খান