আজকের রাশি I ৪ জুন
মেষ
সুস্থির একটি দিন। একেবারেই সাদামাটা।
বৃষ
ঠিক না হলে আবার করুন, আজও সুযোগ আছে।
মিথুন
ঘাবড়ানোর কিছু নেই, আজ খানিক রিস্কি শট খেতে যাচ্ছেন।
কর্কট
বাজে চিন্তা ঘুরপাক খেতে চাইবে, চাবকে দিন তো।
সিংহ
আজ দিনমান খুব ভালো থাকবেন, আর কী চাই।
কন্যা
ভিন্ন কোনো ব্যাপারে বেশ মজা পাবেন, নতুন চিন্তাও ভিড় করবে মাথায়।
তুলা
সরগরম পরিস্থিতি সামলাতে হবে আজ, অবশ্যই পারবেন।
বৃশ্চিক
আনমনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন আজ, জেঁকে বসতে দিবেন না কিন্তু।
ধনু
হঠাৎ কারও কথা কি খুব মনে পড়ছে আজ?
মকর
বড্ড আলসেমি করবেন আজ, দু-একটা প্রয়োজনীয় কাজও করা চাই।
কুম্ভ
এদিক-ওদিক ঘুরাফেরা আর জমজমাট খানাপিনাÑ দারুণ না দিনটা।
মীন
দিনশেষে খুব তৃপ্ত হবেন কোনো একটা ব্যাপারে।