মেকআপ মেল্টডাউন? আর না
বর্ষা মানেই বৃষ্টি। সঙ্গে বাতাসে আর্দ্রতার বাড়াবাড়ি। এ দুটোর সঙ্গেই মেকআপের সম্পর্ক কিন্তু দারুণ বৈরী। বেশি সময় টিকে থাকা মুশকিল। প্রকৃতির টানাপোড়েন থেকে সাধের সাজকে বাঁচাতে চাইলে পাল্টাতে হবে বিউটি বক্সের পণ্যগুলো। বর্ষাবান্ধব ফর্মুলা থাকতে হবে হাতের নাগালে।
ফাউন্ডেশন
বদলে: বিবি ক্রিম/টিন্টেড ময়শ্চারাইজার
কারণ: হালকা, ব্রিদেবল ফর্মুলায় তৈরি। তাই বিবি ক্রিম বা টিন্টেড ময়শ্চারাইজার লোমকূপ বন্ধ করে দেয় না। গলে গিয়ে ত্বকের ভাঁজেও আটকে থাকে না। হালকা শিশিরসিক্ত কাভারেজ দেয়, যা বর্ষায় প্রতিদিনের জন্য উপযোগী।
সাধারণ মাসকারা/আই মেকআপ
বদলে: সবকিছু ওয়াটারপ্রুফ
কারণ: রেকুন বা পান্ডা আই চান না নিশ্চয়ই? বৃষ্টির পানি লেগে বা ঘামে ঘেটে সে বিপত্তি ঘটতে দেরি হবে না। তাই মাসকারা, আইলাইনার বা আইশ্যাডো- এ মৌসুমে আই মেকআপ প্রোডাক্ট হওয়া চাই ওয়াটারপ্রুফ। প্রাইমার ব্যবহার করা যেতে পারে। আরও দীর্ঘস্থায়ী হবে আই মেকআপ।
ব্লাশন
বদলে: চিক টিন্ট
কারণ: মাল্টিটাস্কিং এবং ঘেটে যাবে না গালে ব্লাশনের মতো। বরং সুন্দর ত্বকে মিশে গিয়ে চেহারায় দেবে প্রাকৃতিক রক্তিম আভা। বৃষ্টির বৈরী দিনে টাচআপও করা লাগবে না। বাহ্্!
লিপগ্লস
বদলে: ম্যাট লিপ কালার
কারণ: বৃষ্টিদিনের দমকা হাওয়ায় চুল গিয়ে আটকে যাবে স্কিকি লিপ গ্লসে। ঠোঁটের সাজ সামলাতে গিয়ে বিরক্তিটা বাড়বে বৈ কমবে না কিন্তু। সে ক্ষেত্রে ম্যাট লিপ কালারে সে ঝামেলা নেই। টিকেও থাকে দীর্ঘ সময়।