ফ্ল্যাট চেস্টের ফ্যাশন
বাস্ট এরিয়া ছোট? তাতে কী! সঠিক পোশাক আর অন্তর্বাস পরার যথার্থ কায়দাগুলো জানা থাকলে তাতেই সম্ভব ফ্যাশনেবল লুক তৈরি।
১. ছোট বাস্ট হলে দারুণ মানায় স্ট্র্যাপলেস্ট, অফ শোল্ডার আর শিয়ার শোল্ডারের পোশ।
২. টপ বাছাইয়ের ক্ষেত্রে ব্যাপকলেসগুলো মানিয়ে যাবে সুন্দর। সংগ্রহে থাকতে পারে ব্যান্ডানা এবং বিকিনি স্টাইলের টপও। লো ফ্রন্ট বাটনের কলার দেওয়া টপ ছোট বাস্টের জন্য আদর্শ। সঙ্গে পরুন টাইট স্কার্ট আর প্যান্ট।
৩. ডেট নাইটে বেছে নিতে পারেন শিয়ার টপ। ভেতরে পরুন লেসের ব্রালেট।
৪. ক্যাজুয়াল পোশাকের জন্য পরে নেওয়া যায় স্লোগান টপ।
৫. একরঙা পোশাকের উপর চাপিয়ে নিন ক্রপড বা বোলেরো জ্যাকেট।
৬. বাস্ট ছোট হলে ইচ্ছেমতো প্যাস্টেল শেড আর স্ট্রাইপড টপ পরা যাবে স্বচ্ছন্দে। পরা যাবে পোলকা ডট, ফ্লোরাল প্রিন্ট আর জ্যামিতিক শেপও।
৭. খুব লুজ পোশাক না পরাই ভালো; বরং এম্পায়ার ওয়েস্টলাইন, কাউল নেক, হাই কলার বা হল্টার নেকে দেখাবে আকর্ষণীয়।
৮. রাফল এবং ফ্রিঞ্জজুড়ে দেওয়া পোশাকও বেছে নিতে পারেন অনায়াসে।