আজকের রাশি I ২ অক্টোবর
মেষ
কৌশলী আচরণ করতে হতে পারে আজ। নইলে ঝামেলা হওয়ার আশঙ্কা।
বৃষ
আজ মেজাজ বেশ ফুরফুরে থাকছে। তাই এগিয়ে যান নতুন কোনো কাজে।
মিথুন
আর্থিক সংকট কাটাতে গোপন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে।
কর্কট
যোগাযোগসংক্রান্ত কোনো কাজে ব্যস্ততা বাড়তে পারে। তবে আলস্যে ভর করবেন না।
সিংহ
পারিবারিক কোনো অংশীদারিত্বে ভুল-বোঝাবুঝি হতে পারে।
কন্যা
আপনার সম্পর্কে কেউ বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়ে দিতে পারে। তবে টেনশন নেবেন না।
তুলা
যেকোনো ভুল সিদ্ধান্ত আপনার ক্ষতি হয়ে যেতে পারে। অতএব খুব সজাগ থাকবেন।
বৃশ্চিক
আজ প্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে।
ধনু
নেতিবাচক আলোচনা সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে।
মকর
প্রয়োজন অনুসারে সিদ্ধান্তের খানিক পরিবর্তন হতে পারে আজ। যা আপনার উদার মানসিকতারই পরিচায়ক।
কুম্ভ
একধরনের তাগিদ অনুভব করবেন কিছু একটা করার। তা বেশ ইতিবাচক ফলই বয়ে নিয়ে আসবে।
মীন
ঝাপসা হয়ে ওঠা কোনো ব্যাপার বেশ স্পষ্ট হয়ে উঠতে পারে আজ।