skip to Main Content

ইভেন্ট I উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১

অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘স্মার্ট পিল প্রেজেন্টস, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’। ১৩ মার্চ শুক্রবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে। আয়োজক উইমেন লিডারশিপ করপোরেশন (ডব্লিউএলসি)। অনুষ্ঠানে ১৭টি ক্যাটাগরিতে সফল নারী উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়।
সেদিন বেলা তিনটায় অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ভার্চ্যুয়ালি যোগ দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করে আয়োজকদের শুভেচ্ছা জানান।
পুরস্কারপ্রাপ্তরা হলেন করপোরেট প্রফেশনাল ক্যাটাগরিতে পারিশা শামিম, কন্ট্রিবিউশন ইন এডুকেশনে মানজুমা মজুমদার, ওয়েডিং ইভেন্ট প্ল্যানারে রাবেয়া রহমান লাকী, ইভেন্ট অর্গানাইজার হিসেবে পারশা ফাতেমা নবী ইসমাইল, বেকার ক্যাটাগরিতে শাহিন আকতার, মেকআপ আর্টিস্ট হিসেবে মারিয়া মৃত্তিক, ফ্যাশন ডিজাইনে মৌসুমী কবির, মডেস্ট ক্লোদিংয়ে নুসরাত চৌধুরী, ফটোগ্রাফার ক্যাটাগরিতে ইসরাত আমিন, রেস্টুরেন্টার বিভাগে শারমিন শাহেদ, কন্ট্রিবিউশন ইন উইমেন এমপাওয়ারমেন্ট ক্যাটাগরিতে নাম্রাতা খান, পাইওনিয়ার ইন হারবাল প্রডাক্ট বিভাগে তানিয়া হক শর্মী, জুয়েলারি ডিজাইনার হিসেবে পান তাসনিম নাজ, বেস্ট পার্টনার উইমেন ইন পেমেন্ট টেকনোলজি মনজুরী মল্লিক, কন্ট্রিবিউশন ইন লেদার ইন্ডাস্ট্রিতে তানিয়া ওয়াহাব, ইনফ্লুয়েন্সার হিসেবে উম্মে সুমাইয়া এবং পাইওনিয়ার ইন ব্রাইডাল কনসালট্যান্সি ক্যাটাগরিতে সিলভি মাহমুদ।
এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে উইমেন লিডারশিপ করপোরেশনের (ডব্লিউএলসি) প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, উইম্যান ক্যানের ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন নাম্রাতা খান, কে এস গ্রুপের সিইও নুসরাত চৌধুরী, এম এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মজুমদার, ডিজিটাইকনের ডিরেক্টর নাবিলা করিম, কো-ফাউন্ডার, ঢাকা টকিজ এবং জাজ মাল্টিমিডিয়ার কনসালট্যান্ট রমিম রায়হান উপস্থিত ছিলেন। অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়েরা মহসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল করপোরেশনের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা, রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালন এবং উজালা লিমিটেডের কর্ণধার আফরোজা পারভীন, আনোখির ডিজাইনার হুমায়রা খান, ডিভাইন বিউটি লাউঞ্জের ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা খান, বিবিআনা ফ্যাশন হাউসের কর্ণধার লিপি খন্দকার, টিভি ব্যক্তিত্ব শর্মিলী আহমেদ প্রমুখ। আয়োজক কমিটি ও স্পনসরদের হাতে অতিথিরা এক এক করে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের ম্যাগাজিন পার্টনার ছিল ক্যানভাস।
 শাহরিয়ার আহমেদ সোহান
ছবি: লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top