skip to Main Content

পোর্টফোলিও I বারো হাতের বাঙালিয়ানা

উৎসবের মওসুম এলেই সাবেকি পোশাকে সেজে উঠতে মন চায়। তাই কনটেম্পরারি স্টাইলিংয়ের ছোঁয়ায় সনাতনী শাড়ি হয়ে উঠেছে আধুনিকাদের পারফেক্ট চয়েজ। দেশীয় অনলাইন ফ্যাশন হাউসগুলোও সেই ধারাতে সাজিয়েছে তাদের বৈশাখী কালেকশন। কাপড়, প্যাটার্ন, মোটিফে শতভাগ স্বদেশি আমেজে

জুয়েলারি: গ্লুড টুগেদার
মেকওভার: পারসোনা
ছবি: ফারাবী তমাল

ঋতি

মেরুন সুতি শাড়িতে পোলকা ডটেড ব্লক ছাপ আর সাদা সুতোর ফোঁড়। সঙ্গে মানানসই ব্লক প্রিন্টের ব্লাউজের হাতা ও গলায় লেস বসানো
মডেল: স্মৃতি

কোরা সুতি শাড়ির হাতে বোনা এন্ডি আঁচল। তাতে কাঠব্লক, কাঠপুঁতি আর বড় কাঁথা ফোঁড়ের মিশেল। সঙ্গে মানানসই লং স্লিভ ব্লাউজ।
মডেল: অর্পিতা

আট প্রহর

শুভ্র মসলিন শাড়িতে রংবেরঙের মিররওয়ার্ক। পাড়ে আর আঁচলে রঙিন প্যাচওয়ার্ক। সঙ্গে মানানসই প্যাচওয়ার্কের ফুলস্লিভ ব্লাউজ
মডেল: অর্পিতা

কোটা খেস শাড়িতে হাতের বুননের পাড় ও আঁচল। চিকন ফ্রিলড বর্ডার। সঙ্গে নকশি ফোঁড়ের ব্লাউজ
মডেল: সুপ্তি

মানবী

হ্যান্ডলুম কটন শাড়িতে ফুলেল মোটিফের ব্লক। এন্ডির আঁচলে টাসেল আর বিডসের এমবেলিশমেন্ট।
মডেল: জুঁই

লাল হ্যান্ডলুম কটন শাড়ির পাড়ে গঙ্গা-যমুনার আদলে ব্লক ছাপ। এন্ডি আঁচলে ব্লকের সঙ্গে কাঁথা ফোঁড়, পুঁতি আর কড়ির টাসেল
মডেল: সুপ্তি

আরশি

তুঁতে রঙা ভেজিটেবল ডাইড শাড়ি
মডেল: অর্পিতা

কোয়ার্কি প্রিন্টের সফট হ্যান্ডলুম শাড়ি
মডেল: জুঁই

খুঁত

মরচে লাল শাড়িতে ব্লক প্রিন্ট। আঁচলে প্যাচওয়ার্ক আর টাসেলের এমবেলিশমেন্ট।
মডেল: স্মৃতি

লাল সুতি শাড়ির চিকন পাড়ে নকশি ফোঁড়। ব্লক প্রিন্টেড আঁচলে নকশি সুতার কাজ আর টাসেলের এমবেলিশমেন্ট।
মডেল: জুঁই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top