আজকের রাশি I ৩ জুলাই
মেষ
আজ গোঁয়ার্তুমি পরিহার করতে হবে একেবারেই।
বৃষ
কাউকে বোকা ভেবে কোনো সিদ্ধান্ত নেবেন না।
মিথুন
যার জন্য করলেন চুরি, সে-ই বলছে চোর!
কর্কট
কী পেলেন, আর কী পাননি, আজ সেই হিসাব করুন।
সিংহ
আজ একলা একলাই চলতে হতে পারে।
কন্যা
অস্তাচলের রবির মতো মনে হতে পারে আজ।
তুলা
আজ একটু সতর্ক পায়ে চলতে হবে কিন্তু।
বৃশ্চিক
আড়মোড়া ভেঙে আজ জেগে উঠতেই হবে।
ধনু
ভবিষ্যতের একটি বিষয়ে আজ আগাম বুঝে ফেলতে পারেন।
মকর
কী করছেন- এর অর্থ হলো, বুদ্ধিমান কিন্তু অল্পতেই বোঝে।
কুম্ভ
প্রতিপক্ষের সঙ্গে আজ লড়াই করতে হতে পারে।
মীন
নিজের আবেগ কিন্তু আজ একেবারেই কমিয়ে ফেলতে হবে।