বুলেটিন
জেনিফার অ্যানিস্টনের ‘লোলাভি’
‘ফ্রেন্ডস’ খ্যাত তারকা জেনিফার অ্যানিস্টন সম্প্রতি লঞ্চ করেছেন তার হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘লোলাভি’। প্ল্যান্ট বেসড হেয়ার কেয়ার প্রডাক্ট পাওয়া যাবে পুরো লাইনআপে। চুলের সুস্থতা বজায় রেখে এফোর্টলেস সব হেয়ারস্টাইল তৈরিতে সাহায্য করবে এগুলো। প্রকৃতিপ্রাণিত সব উপাদান থেকে তৈরি হেয়ারকেয়ার প্রডাক্টগুলো। প্যারাবেন, সিলিকন, সালফেট, গ্লুটেন মুক্ত। শতভাগ ভেগান এবং ক্রুয়েলটি ফ্রি লোলাভির প্রতিটি পণ্য। প্রথম প্রডাক্ট হিসেবে বাজারে ছাড়া হয়েছে ব্র্যান্ডটির গ্লসিং ডিট্যাংগলার। লাইটওয়েট এ স্প্রে চুলের জট ছাড়াতে ব্যবহার করা যাবে। পাশাপাশি অতিরিক্ত তাপ থেকে সুরক্ষিত রাখবে চুল। গ্লসিং এ ডিট্যাংগলারের দাম ২৫ ডলার। পাওয়া যাবে ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে।
টিকটকে ট্রেন্ডিং ইএলএফ
এবারই প্রথম নয়। এর আগেও ইএলএফ-এর ক্যামো কনসিলার আর পুটি প্রাইমার ভাইরাল হয়েছিল টিকটকে। সাশ্রয়ী মূল্য ও কার্যকারিতার কারণে। এবার টিকটকে ট্রেন্ডিং ব্র্যান্ডটির শিয়ার স্লিক লিপস্টিক। মাত্র পাঁচ ডলার দামের পণ্যটি অনায়াসেই ব্যবহার করা যাবে নামিদামি লিপস্টিকের বিকল্প হিসেবে। এটি ঠোঁটে দেয় স্বচ্ছ চকচকে রং। মিডোফোম সিড অয়েল আর ভিটামিন ই ফর্মুলায় তৈরি লিপস্টিকগুলো ঠোঁটে আর্দ্রতা জোগায়। কোমল রাখে দিনভর। লাইটওয়েট এবং ক্রিমি। তাই অস্বস্তি ছাড়াই পরে নেওয়া যায়। শেডগুলোও দৃষ্টিনন্দন। তাই বাজারে আসার পরপরই সাড়া পড়ে যায়, হয়ে ওঠে ব্র্যান্ডটির সাম্প্রতিক বেস্ট সেলিং প্রডাক্ট।
কিমের কামাল
কিম কার্দাশিয়ান। বরাবরই তাক লাগিয়ে দিতে পছন্দ করেন এ তারকা। এবারও ব্যতিক্রম হয়নি। ২০২১ মেট গালার মঞ্চে আবার আলোচনার শীর্ষে ৪০ বছর বয়সী কিম। পরেছিলেন ব্যালসিঁয়াগা ব্র্যান্ডের ব্ল্যাক গাউন, আপাদমস্তক। এমনকি পুরো মুখটা ঢাকা ছিল ফেস কাভারিংয়ে। তাই অনেকেরই ধারণা হয়েছিল, হয়তো মেকআপ করেননি কার্দাশিয়ান-কন্যা। কিন্তু তা নয়। ফুল ফেস সফট গ্ল্যাম মেকআপ করেই মঞ্চে ওঠেন তিনি। মেকআপ আর্টিস্ট মারিও ডেডিভ্যানভিকের ইনস্টাগ্রাম পোস্টের বরাতে মিলেছে তার প্রমাণ। ফটো সিরিজের পাশাপাশি পোস্টটি থেকে মিলেছে কিমের মেকআপের খুঁটিনাটিও। মেট গালার সাজের আগে কিমের স্কিন প্রেপিংয়ের জন্য ব্যবহার করা হয় লা মের ব্র্যান্ডের ময়শ্চারাইজার, ট্রিটমেন্ট লোশন, কনসেনট্রেট সেরাম, আই সেরাম আর রিজেনারেটিং সেরাম। প্রেপিংয়ের পর মেকআপ বাই মারিও আর কিমের মেকআপ লাইন কেকেডব্লিউ বিউটির বিভিন্ন প্রডাক্ট দিয়ে সেরে নেওয়া হয় সাজের কাজ। লুকে নজর কাড়ে ন্যুড লিপ আর ব্রাউন স্মোকি আই। যদিও ফেস কাভারিংয়ের কারণে মেট গালার মঞ্চে এর পুরোটাই ঢাকা পড়ে যায়।
বিউটি ডেস্ক