বিউটি সার্ভিস I ব্রাইট নারিশিং ফেসিয়াল
ত্বকে জরুরি আর্দ্রতার জোগান, ক্ষতি সারিয়ে তোলা আর উজ্জ্বলতা সৃষ্টি- এই ত্রিমুখী উদ্দেশ্য পূরণের সিগনেচার ফেসিয়াল এটি। ফলাফলও তাই, একের ভেতর অনেক। শুধু যে ত্বক পরিষ্কার করবে, তা নয়। ফেসিয়ালটি ত্বকের সানবার্ন সারানো, ব্রাইটনেস বাড়ানো আর দাগছোপ সারাইয়ে দারুণ। তেলতেলে, শুষ্ক কিংবা স্বাভাবিক- যেকোনো ত্বকের জন্য জুতসই ব্রাইট নারিশিং ট্রিটমেন্ট। হাইএন্ড এ ফেসিয়ালের শুরুতেই ক্লায়েন্টকে দেয়া হয় বিশেষায়িত ম্যাসাজ। মুখ, মাথাসহ শরীরের উপরিভাগের অংশে রিল্যাক্সিং ম্যাসাজ দিয়ে শুরু হয় এটি। গ্লাইডিং, নিডিং আর ফ্রিকশন স্ট্রোকে বিভিন্ন মাত্রার চাপ প্রয়োগ করে চলে প্রক্রিয়াটি। মিনিট পাঁচেকের এই ম্যাসাজ পুরো শরীরের ক্লান্তি দূর করে। সঙ্গে ফেসিয়ালের জন্যও প্রস্তুত করে নেয় ত্বককে। তারপর শুরু হয় ত্বক পরিষ্কারের প্রক্রিয়া। ক্লিনজিংয়ের পর স্ক্রাবিং আর ব্ল্যাক হেডস রিমুভিংয়ের মাধ্যমে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত হয় ত্বক। এরপর বিশেষায়িত জেল মাখিয়ে মেশিন দিয়ে ম্যাসাজ করা হয় ত্বকে। অত্যাধুনিক আলট্রাসনিক এ মেশিন প্রথম ধাপে সরিয়ে দেয় ত্বকের উপরের স্তরে থাকা মৃত কোষগুলো। ফলে খুব সহজেই ত্বকের শুষ্কতা দূর হয়, সঙ্গে ম্যাড়ম্যাড়ে ভাবটাও চলে যায়। এরপর অন্য একটা যন্ত্রের মাধ্যমে পানির নিয়ন্ত্রিত চাপ প্রয়োগ করা হয়। যা লোমকূপ থেকে দূষণ আর ময়লা দূর করে। তারপর মুখে মাখানো হয় বিশেষভাবে তৈরি ভিটামিন সেরাম। আলট্রাসাউন্ড মেশিনের সঙ্গে ব্যবহারের উপযোগী সেরামটি ত্বক সারাইয়ে দারুণ। আর্দ্রতার জোগান দেয়, ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়, সূক্ষ্মরেখা আর বলিরেখায় সরাসরি প্রভাব ফেলে। ফলাফল, অনেক বেশি টানটান এবং পরিপুষ্ট দেখায় ত্বক। তারপর আলট্রাসনিক মেশিন আবার বোলানো হয় মুখজুড়ে। মূলত ত্বকের গভীরে জেল ঢোকানোর কাজ করে যন্ত্রটি। যেখানে সেরাম খুব গভীরে পৌঁছাতে পারে না, সেখানে আলট্রাসাউন্ড মেশিন ডার্মিস লেভেলের কাছাকাছি পর্যন্ত সেরাম পৌঁছে দেয়। দুটি অংশবিশিষ্ট এই মেশিনের ছোট অংশ দিয়ে ম্যাসাজ করা হয় চোখের উপর, নাকের দু’পাশ আর আপার লিপে। অন্যদিকে বড় অংশ দিয়ে কপাল আর গালে চলে ম্যাসাজ। এতে লোমকূপগুলো সঠিকভাবে পরিশোধিত হয়, ত্বকে টানটান ভাব আসে। টক্সিন দূর হয়। বুড়িয়ে যাওয়া ভাব রোধ হয়। ফেসিয়ালের সব শেষ ধাপে দেয়া হয় প্যাক। পিল অফ মাস্কের মতো এই ফেস প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। নির্দিষ্ট সময় পর প্যাক উঠিয়ে সবশেষে সেরাম মেখে শেষ করা হয় ফেসিয়াল। লাগবে ঘণ্টাখানেক সময়। খরচ পনেরো শ টাকার বেশি নয়।
জাহেরা শিরীন
মডেল: মৌসুম
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস