হরাইজন
আড়ং বৈশাখ প্রিভিউ
পয়লা বৈশাখ ১৪২৫-এর কালেকশন নিয়ে বিশেষ প্রিভিউর আয়োজন করে আড়ং। ১৬ মার্চ, শুক্রবার ফ্যাশন হাউজটির বসুন্ধরা সিটি শপিং মল শাখায় একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আড়ংয়ের ‘মাই আড়ং রিওয়ার্ডস’-এর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন। এবারের বৈশাখ কালেকশনে সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের নানা ধরনের পোশাকে উজ্জ্বল রঙের সমাবেশ থাকছে। বিভিন্ন ধরনের হাতার কাট নিয়ে আরামদায়ক সুতি, ক্যাশমিলান, সিল্ক কিংবা মসলিনের সালোয়ার-কামিজে দেখা যায় উৎসবের রঙ। সমকালীন লুক নিয়ে কালেকশনটিতে ছেলেদের জন্য থাকছে হাতের কাজ, জ্যামিতি প্রিন্টের পাঞ্জাবি এবং কোটি সেট। চলমান ট্রেন্ডের ফুলেল কাজ এবং গ্রীষ্মের নানান রঙ ফুটে উঠেছে কটন, সিল্ক ও মসলিনের শাড়িতে।
খিলগাঁওয়ে সেইলর
বৈশাখে সেইলর এনেছে এথনিক এবং পাশ্চাত্য কাটের ফিউশন। ফ্যাশন হাউজটির এবারের বৈশাখী আয়োজনে প্রকাশ পেয়েছে নতুনত্ব ও তারুণ্য। এই কালেকশন সবার সামনে তুলে ধরতেই খিলগাঁওয়ে নতুন স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক ফ্যাশন শোর। ২৩ মার্চ রাতে বর্ণাঢ্য এই বৈশাখী ফ্যাশন শোর কিউতে অংশ নেন ২৫ জন মডেল।
সেইলরের চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীর জানান, সমকালীন ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেই সেইলর প্যাটার্ন ও ডিজাইনে পরিবর্তন এনেছে এই কালেকশনে। পাঞ্জাবি, টিউনিক, সালোয়ার-কামিজ বা টপস বৈশাখের উৎসবকে করবে আরও ফ্যাশনেবল। খিলগাঁও শহীদ বাকী সড়কে সেইলরের নতুন এই স্টোরের উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ উদ্দিন আল মামুন।
ফ্লেভারস অব সিজনস
ছয় ডিজাইনারের পোশাকের কালেকশন নিয়ে আয়োজন করা হয় ফ্যাশন শো ‘ফ্লেভারস অব সিজন’। ২৭ ফেব্রুয়ারি শাহবাগের টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ছয়জন ডিজাইনার, ছয় ধরনের কাপড়ে, ছয় ধরনের মোটিফে বাংলাদেশের ষড়ঋতুকে সেখানে তুলে ধরেন। এর মাঝে ডিজাইনার ওয়ারেজ আব্দুল তার পোশাকে তুলে ধরেন গ্রীষ্ম ঋতু। ইভা ও মুনিয়া উপস্থাপন করেন বর্ষা। অন্যান্য ডিজাইনারের মাঝে হেনা, তোহা, ইমাম হাসান ও রাকিব খান তাদের পোশাকে যথাক্রমে শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ফুটিয়ে তোলেন।