skip to Main Content

ফিচার I স্ট্যাটাস সিঙ্গেল

প্রিন্ট বা প্যাটার্নের জোড়ের জটিলতাবিহীন। তাতেই বাজিমাত ফ্যাশনবিশ্ব

আপাদমস্তক একই রঙের পোশাকে মোড়ানো। আর্টের চেয়ে কম কিছু নয়। সুন্দরভাবে ক্যারি করতেও হওয়া চাই সামান্য কৌশলী। সেম টোন সলিড ড্রেসিং স্টাইলিংয়ের ক্ল্যাসিক টেকনিক। কনটেম্পরারি লুক তৈরিতেও অনবদ্য। ফ্লোরাল আর অ্যানিমেল প্রিন্টের ভিড়ে চোখে আরাম দিতে জুড়ি নেই সিঙ্গেল টোন ড্রেসিংয়ের। বলিউড, হলিউডের বাঘা বাঘা অভিনেত্রী তো বটেই, বিশ্বের রাজপরিবারগুলোর সদস্যদের মাঝেও এর জনপ্রিয়তা দারুণ। তাই তো প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা আর দীপিকা পাডুকোনের আউটফিট স্টাইলিংয়ে হরহামেশা চোখে পড়ে হেড টু টো সিঙ্গেল টোনের উপস্থিতি। দুই ব্রিটিশরাজ পুত্রবধূ কেট মিডলটন আর মেগান মার্কেলকেও সচরাচর দেখা যায় এ স্টেটমেন্ট স্টাইল ড্রেসিংয়ে। কিন্তু সাবধান! স্টাইলিংয়ের সামান্য ভুলে দেখাবে ক্রেয়ন কালারের মতো। তাই কৌশলগুলো রপ্ত করে নেওয়া চাই।
থ্রু টেক্সচার
সিঙ্গেল টোন ড্রেসিংয়ের ক্ষেত্রে টেক্সচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে একই টোনের ভিন্ন ভিন্ন টেক্সচারের পোশাক পরে নিয়ে একটি সম্পূর্ণ লুক তৈরি করে নেওয়া যায়। যেমন ধূসর রঙা জগারের সঙ্গে সিলভার গ্রে জাম্পার আর একই রঙা লেদার জ্যাকেট পরে নিয়ে তৈরি হতে পারে আরামদায়ক ডে টাইম লুক। এ ছাড়া একই রঙা কটন শার্ট বা টপের সঙ্গে স্ট্রেচি প্যান্ট আর কোট গায়ে জড়ালেও সিঙ্গেল টোন স্টাইলিং হবে। লুকে টেক্সচারের ভিন্নতা যোগে আরও বেশ কিছু অপশন রয়েছে। লেদার আর টুলের যোগ হতে পারে আউটফিটে। এ ছাড়া শিফনের সঙ্গে সোয়েডের মেলও মন্দ দেখাবে না।
শেড সমন্বয়
একই রঙের কাছাকাছি শেডগুলোর সমন্বয়ে তৈরি হতে পারে সিঙ্গেল টোন আউটফিট অপশন। আপাদমস্তক যে একদম একই রঙের পোশাক পরতে হবে, এমন নিয়ম নেই; বরং শেডের সামান্য হেরফেরে আরও বেশি ওয়্যারেবল হবে আউটফিট। যেমন একই রঙের হালকা থেকে গাঢ় শেডগুলো দিয়ে পুরো একটা লুক তৈরি করে নেওয়া যায় অনায়াসে। একদম ম্যাচি-ম্যাচির বদলে অনেক বেশি সুন্দর দেখাবে।
বিল্ড বেসিক
নিউট্রাল রং দিয়ে সবচেয়ে ভালো দেখায় সিঙ্গেল টোন স্টাইলিং। শুরুতে সেফ অপশনও বটে। অল পিঙ্ক অথবা অল ব্লু আউটফিটের মতো কালারফুল সিঙ্গেল টোন আউটফিট গায়ে জড়ানো সামান্য ট্রিকি হওয়ায় প্রথমে নিউট্রাল দিয়ে প্র্যাকটিস সেরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সে ক্ষেত্রে ক্রিম, ব্রাউন, গ্রে আর হোয়াটের মতো নিউট্রাল শেডগুলো এগিয়ে থাকবে তালিকায়। ক্যাজুয়াল আর সফিস্টিকেটেড লুকের জন্য।
কনট্রাস্টিং কালার যোগে
সিঙ্গেল টোন স্টাইলিংয়ের ক্ষেত্রে দারুণ ট্রিক এটি। অনেক সময় আপাদমস্তক একটি উজ্জ্বল রঙের আউটফিট চোখ ধাঁধিয়ে দিতে পারে। এটি এড়াতে সামান্য সাদা বা কালোর যোগ সবচেয়ে সহজ সমাধান। আরও স্টেটমেন্ট লুকের জন্য কমপ্লিমেন্টারি কালার যোগে কনট্রাস্ট তৈরি করা যায় আউটফিটে। যেমন অল ব্লু আউটফিটের সঙ্গে যোগ করা যায় কমপ্লিমেন্টারি বার্ন্ট অরেঞ্জ ফুটওয়্যার অথবা ব্যাগ। আরও চমৎকার দেখানোর জন্য।
ট্রাই টেইলরড
সিঙ্গেল টোন স্টাইলিংয়ের ক্ষেত্রে পোশাকের টেইলরিং খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে সহজ কৌশল স্ট্রাকচারড কোট, ব্লেজার, সিগারেট প্যান্ট আর শার্ট ড্রেসের মতো টেইলরড আউটফিটগুলো বেছে নেওয়া। সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ যোগে পুরো লুক দেখাবে সম্পন্ন।
টুইস্ট অ্যান্ড টার্ন
ড্রেসি আর ক্যাজুয়াল পিসের সমন্বয় দারুণ ইন্টারেস্টিং দেখায় সিঙ্গেল ড্রেসিংয়ের ক্ষেত্রে। যেমন একটা ব্লাশ পিঙ্ক সোয়েট শার্টের সঙ্গে একই রঙের প্লিটেড শিফন স্কার্টের যোগ স্টেটমেন্ট তৈরিতে যথেষ্ট। এ ছাড়া একটা ব্ল্যাক পার্টি ড্রেসের ওপর যদি ব্ল্যাক লেদার বাইকার জ্যাকেট পরে নেওয়া যায়, সেটাও দেখাবে দুর্দান্ত।

i ফ্যাশন ডেস্ক
মডেল: সাফা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: পৌষি
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top