ক্রাশ কোর্স I কনসিলার কারসাজি
ইন্টারনেটে ভাইরাল এ ভিডিও দেখলে মনে হতেই পারে, এত দিন খুব ভুল হচ্ছিল কনসিলার প্রয়োগে। শুধু খুঁত ঢাকার জন্য নয়, ট্রেন্ডিং এ প্রক্রিয়া দেবে লিফটেড লুকও
চোখের নিচের পাতার ভেতরের কোণে খানিকটা ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল করে মেখে নিতে হবে কনসিলার। ছোট একটা লাইনের মতো করে
তারপর চোখের আউটার কর্নার অর্থাৎ বাইরের কোণ থেকে ছোট আপওয়ার্ড অ্যাঙ্গুলার লাইন টেনে নিতে হবে কনসিলার দিয়ে
নাকের বাইরের কোণ থেকেও কনসিলার দিয়ে আপওয়ার্ড স্ট্রোকে লাইন টেনে নিতে হবে
ঠোঁটের বাইরের কোণেও মাখিয়ে নিতে হবে কনসিলার। আপওয়ার্ড স্ট্রোকে, অ্যাঙ্গুলার লাইনে
সবশেষে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে কনসিলার। তা-ও যেন হয় আপওয়ার্ড স্ট্রোকে। তবেই মিলবে কাঙ্ক্ষিত লিফটেড লুক
বিউটি ডেস্ক
মডেল: প্রমা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল