ব্র্যান্ড টক I ফেন্টি বিউটি
জনপ্রিয়তার কারণ
অল্প প্রসাধনেই ফুলপ্রুফ মেকআপ
দীর্ঘস্থায়ী
লাইট ওয়েট
মিউজিক সুপারস্টার রিয়ানাকে বর্তমানে মেগা বিউটি বস বলা হলে বাড়াবাড়ি হবে না। কারণ, তার ব্র্যান্ড অনুসারীর সংখ্যা ঈর্ষণীয়। তার মেকআপ লেবেল ফেন্টি বিউটি যাত্রা শুরু করেছিল ২০১৭ সালে। কারণ ছিল ইন্ডাস্ট্রিতে ইনক্লুসিভ মেকআপের অভাব। সেই পুরোনো শেড চার্টেই আটকে ছিলেন সৌন্দর্যসচেতনেরা। এই ব্র্যান্ডের টিআরপি শেডের বিভিন্নতা। প্রোডাক্ট লাইনে ফাউন্ডেশন যখন যোগ হয়, তখনই ৪০টি ভিন্ন শেড নিয়ে বাজারে আসে ব্র্যান্ডটি। সম্প্রতি সাব ব্র্যান্ড হিসেবে এসেছে ফেন্টি স্কিন। ফেন্টির মোস্ট ওয়ান্টেডের তালিকায় এখন আছে সামারটাইম কালেকশনের লিপস্টিক, লিপ লুমিনাইজার, হাইড্রেটিং লিপ স্টেইন। প্রোডাক্ট লাইনের বর্ধিত কলেবরে পাওয়া যাবে ফাউন্ডেশন, লিপ আর আই মেকআপের অভিনব সব পণ্য। মিলবে গ্লোয়িং প্রোডাক্টও। ফেন্টি স্কিনের পণ্যতালিকায় আছে দেহ ও মুখত্বকে ব্যবহার উপযোগী হাই এন্ড সব প্রোডাক্ট। ফেন্টির পারফিউম লাইনও সমৃদ্ধ। রেগুলারের পাশাপাশি মিলবে ট্রাভেল সাইজ স্প্রে বোতলেও।
দ্য হিরো প্রোডাক্ট
ফেন্টি বিউটির প্রো ফিল্টার সফট ম্যাট লং ওয়্যার ফাউন্ডেশন। যার শেড রেঞ্জে মিলবে ৫০টি আলাদা রং। ব্যাপারটা কিন্তু দারুণ। ঠিক এর ফর্মুলার মতোই। ফুল কাভারেজ এবং ম্যাট ফিনিশ দেওয়া ফাউন্ডেশনটি লাইট ওয়েট। ত্বকের দাগছোপ সহজে অস্পষ্ট করতে ভূমিকা রাখে। স্কিনে ভেলভেটি ফিল এনে দেয়। বাড়ায় মসৃণতা। ত্বক দেখায় নিখুঁত। ক্রুয়েলটি ফ্রি ব্র্যান্ডটি। প্রকৃতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।
ক্রেতা আক্ষেপ
সহজে শুষ্কতা সৃষ্টি করে ত্বকে।
বিউটি ডেস্ক
ছবি: ফেন্টি বিউটির সৌজন্যে