skip to Main Content

সঙ্গানুষঙ্গ I শোস্টপার

ফ্যাশন ফাইলে এখন এগিয়ে স্নিকারহেডরা। হিলে হাঁপিয়ে ওঠার দিন শেষ!

শুরুটা স্পোর্ট শু হিসেবে। তবে অ্যাথলেট ওয়্যারের গণ্ডি পেরোতে বেশি সময় নেয়নি স্নিকার। ফ্যাশনেবল হয়ে ওঠার এমন সহজ স্বচ্ছন্দ উপায় আর হয় নাকি! তাই স্ট্রিট স্টাইলিংয়ের কদর বাড়তে শুরু করে। হয়ে ওঠে প্রতিদিনকার ওয়্যারড্রোব এসেনশিয়াল। পার্টিতেও পরতে শুরু করেন অনেকে; বিশেষ করে পুরুষেরা। লুকে কুল ডুড, ক্যাজুয়াল ভাইবের সুস্পষ্টতা সৃষ্টিতে। এখন তো পিছিয়ে নেই মেয়েরাও। পার্টিওয়্যারের সঙ্গে পায়ে গলিয়ে নিচ্ছেন যখন-তখন। ফুল অন ফরমাল সেটআপেও। সে ক্ষেত্রে ধন্যবাদ জানাতে হবে ব্যালেন্সিয়াগা, শ্যানেল আর লুই ভিতোঁর মতো প্রথম সারির ফ্যাশন ব্র্যান্ডগুলোকে। যারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শুধু জিনসের সঙ্গে নয়, স্নিকারের জোড় দারুণ দেখায় ওয়্যারড্রোবের সবচেয়ে এক্সক্লুসিভ পোশাকের সঙ্গেও। তারকাদের লুকবুক, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের স্টাইল উইদ মি ভিডিওতেও একই বার্তা। তবে সে ক্ষেত্রে স্টাইলিংয়ের সময় কিছু বিষয় মাথায় রাখা চাই।
বোল্ড প্রিন্ট
ক্রপ টপ, শ্রাগ বা জ্যাকেট—স্নিকারের সঙ্গে যেটাই পরা হোক না কেন, বোল্ড প্রিন্টের হলে সবচেয়ে ভালো দেখায়। দ্য ড্রেসিয়ার দ্য প্রিন্ট দ্য বেটার। উজ্জ্বল রং কিংবা চটকদার প্রিন্টের বিপরীতে সাদামাটা স্নিকার দারুণ দেখাবে। হালের লাভ লকডই ধরা যাক। ওয়াইটুকের নস্টালজিয়া আর ডোপামিন ড্রেসিংয়ের চমৎকার মিশেল। রংচঙে তো বটেই, সঙ্গে এর জিওমেট্রিক্যাল ও অ্যানাটমিক্যাল ফর্ম একে হালের হটেস্ট ট্রেন্ডে পরিণত করেছে। একদম হার্ট অ্যাটাক হওয়ার দশা! এর সঙ্গে দারুণ মানাবে স্নিকার। দেখাবে প্রিটি পারফেক্ট। টাইডাইয়ের স্লিক ভার্সন হচ্ছে হালের ব্লারড লাইন প্রিন্ট। উজ্জ্বল সব রঙের মিশেলে কালার ক্ল্যাশিং টেকনিক ব্যবহারে তৈরি এসব পোশাক। বোল্ড বললে ভুল হবে না একদম। দামি সব ম্যাটেরিয়ালে তৈরি বলে বিশেষ আয়োজনের জন্য জুতসই। এমন প্রিন্টের র‌্যাপ ড্রেস, টিউব ড্রেস কিংবা টুল স্কার্ট তাই অনায়াসে পরে নেওয়া যায় পার্টিতে। সঙ্গে মানানসই স্নিকারের জোড়, নজর কাড়তে যথেষ্ট। এ বছর পেইন্টারলি ফ্লোরাল, টু টোন স্ট্রাইপ, অ্যানিমেল আর পোলকা প্রিন্ট এগিয়ে থাকবে পার্টি উপযোগী পোশাকের প্রিন্টে। প্রতিটির সঙ্গে পারফেক্ট ম্যাচ হতে পারে সাধের স্নিকার জোড়া।
এলিগেন্ট ইয়াররিং
পছন্দের পার্টি ড্রেস আর স্নিকারের সঙ্গে যোগ্য সংগত স্টেটমেন্ট ইয়াররিং। পারফেক্ট পার্টি লুকের জন্য। হোক তা কোনো বিশেষ সান্ধ্য আয়োজন কিংবা ডেট নাইট। প্রথমেই তালিকায় থাকবে চেইন লিঙ্ক ইয়ারপিসগুলো। এ ধরনের নেকলেস ও ব্রেসলেটের জনপ্রিয়তার ধারায়। নকশায় অন্যতর হলেও লুকে মার্জিত ভাব নিয়ে আসে এ ধরনের কানের দুলগুলো। সেলেস্টাল ইয়াররিংও থাকবে স্নিকারের সঙ্গে স্টাইলিংয়ের লিস্টিতে। চাঁদ, তারাখচিত এ জুয়েলারি পিসগুলো পার্টি লুকে যোগ করবে ফান প্লেফুল ভাইব। যা স্নিকারের সঙ্গে মানানসই বটে। স্কাল্পচারাল শিলুয়েটের মেটাল ইয়াররিংয়ের সঙ্গেও স্নিকার লুক দারুণ যায়।
শিক ড্রেস
সঙ্গে স্নিকার। স্টাইলিংয়ে এই ডুও যাদের এখনো ট্রাই করে দেখা হয়নি, তাদের আর দেরি করা উচিত হবে না কিন্তু। দিন কিংবা রাতে—যেকোনো সময় টিম আপ সম্ভব। ডে লুকে রোমান্টিক রাফলড ড্রেস থাকতে পারে তালিকায়। স্পোর্টি স্নিকারের সঙ্গে লুকে আসবে কুল, কনট্রাস্টিং ভাইব। সিল্কি স্লিপ ড্রেসের সঙ্গে স্নিকারের জোড় কিন্তু দুর্দান্ত। সকাল পেরিয়ে সন্ধ্যার জন্যও। দিনের বেলা ফ্লোরাল প্রিন্টের ড্রেসের সঙ্গেও ভালো মানাবে। আর সলিড তো সব সময় পরে নেওয়া যায়। দিনের বেলা ধবধবে সাদা ড্রেসের সঙ্গে অনায়াসে চলতে পারে স্নিকার। নাইট আউটের জন্য এক্সপেরিমেন্টাল লুক চাই? ওয়েল স্ট্রাকচার্ড এ লাইন টুল ড্রেস হতে পারে পারফেক্ট অপশন। কালো রঙে আলট্রা গ্ল্যামারাস দেখাবে যে কাউকে। সঙ্গে সাদা-কালোর মিশেলে তৈরি স্নিকার। পুরো সাজকে কমপ্লিমেন্ট করতে সাদামাটা অ্যাকসেসরিজ। ব্যস! লুককে আরও গ্ল্যামড আপ করতে কোমরে পরে নেওয়া যায় মেটালিক অথবা রত্নরঙা সব বেল্ট। তবে সেটাও হতে হবে সলিড; বাহুল্যবর্জিত। রাতে চলবে মেটালিক অথবা সিকুইন ড্রেসও, স্নিকারের সঙ্গে পরার জন্য। যাদের স্কার্ট পছন্দ, তাদের জন্য র‌্যাপ ও প্লিটেড স্কার্টও থাকতে পারে উইশলিস্টে।
ফ্যান্সি টপ
সাদামাটা ট্যাঙ্ক টপ আর সলিড টি দিয়ে স্নিকারের জোড় ক্ল্যাসিক কিন্তু বড্ড সেকেলে। একটু এক্সপেরিমেন্টে গ্ল্যামিফাইড হবে পুরো সাজ। সে ক্ষেত্রে টপে বাড়তি এমবেলিশমেন্ট থাকতে পারে। সিকুইন কিংবা পার্ল বসানো টপ এ ক্ষেত্রে ক্ল্যাসি দেখাবে। কাট ও প্যাটার্নেও থাকতে পারে নতুনত্ব। করসেট স্টাইলের টপ ছাড়াও পার্টির জন্য পারফেক্ট অফ শোল্ডার। তালিকায় বেশ ওপরের দিকে থাকবে ফ্লাফি বো দেওয়া হাই কলার টপ। সিল্ক বা স্যাটিনে তৈরি ভলিউমনাস, ওপেন শোল্ডার লাইনের টপে অভিজাত দেখাবে অনায়াসে। আর এই প্রতিটি স্টাইলের টপের সঙ্গে স্নিকার জোড় জমজমাট। একদম পার্টি পারফেক্ট হয়ে ওঠার জন্য।

 জাহেরা শিরীন
মডেল: শ্রাবণী
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top