আজকের রাশি I ১৪ অক্টোবর
মেষ
দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, অভিজ্ঞদের পরামর্শ নিন।
বৃষ
ঘটনাপ্রবাহকে যুক্তির শিকলে বাঁধুন, দেখবেন ঘোলাটে ভাবটা কেটে গেছে।
মিথুন
চকচকে আনন্দের দিন আজ। এক বিন্দু ধূলি নেই তাতে।
কর্কট
কেঁপে উঠবেন না, শক্ত হোন। একটু ধাক্কা আসতে পারে।
সিংহ
কিছু পাবেন, কিছু হারাবেন। পাওয়ার পাল্লাটাই ভারী থাকবে।
কন্যা
সরে যাবেন না, ঝড়টা আপনাকেই সামলাতে হবে।
তুলা
ধৈর্য ধরুন, ফায়দা হবে।
বৃশ্চিক
শুরু করে দিন আজ। কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন।
ধনু
ঘাবড়াবেন না। আপনি আপনার কাজটুকু করুন।
মকর
দমে যাবেন না, আবার শুরু করুন।
কুম্ভ
সতর্ক থাকুন। খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন।
মীন
আজ সবকিছুর সরল সমাধানে পৌঁছতে যাচ্ছেন।