আজকের রাশি I ৪ নভেম্বর
মেষ
প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে, আলোচনা করে ব্যাপারটা ঠিকঠাক করে নিন।
বৃষ
নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছেন, অভিজ্ঞদের পরামর্শ নিন।
মিথুন
চাপ থাকবে, সামলাতে হবে আপনাকেই, পারবেনও।
কর্কট
অর্জনের পাল্লাটা ভারী হতে চলেছে, মিষ্টি রেডি করুন।
সিংহ
বিস্মিত হবার মতো কান্ড ঘটতে যাচ্ছে, আপনার কর্তব্যের জাগয়াটাতে যেন কোনো ফাঁকফোকর না থাকে।
কন্যা
গড়বড়টা টের পাচ্ছেন, তবে আর দেরি করছেন কেন?
তুলা
মেঘ কেটে গেছে, আজ সূর্য হাসির দিন।
বৃশ্চিক
সীমাবদ্ধতাকে জয় করবার দিন, সাহস নিয়ে এগিয়ে যান।
ধনু
দোষারোপ না করে নিজের গলদটুকু খুঁজে বের করুন, আপনি উদার। আত্মসমালোচনাটাকে অনুপ্রেরণা হিসেবে নিন।
মকর
ছোট একটা সমস্যা হতে পারে, বিকল্প তৈরি তো!
কুম্ভ
বাড়তি দায়িত্ব নিতে যাচ্ছেন, বাহবা দিতেই হচ্ছে।
মীন
নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন, কাজে লাগান।