আজকের রাশি I ৫ নভেম্বর
মেষ
কারও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন, তৈরি তো।
বৃষ
সহজ কাজটি কঠিন হয়ে যেতে পারে, সাবধান।
মিথুন
অমূল্য কিছুর সন্ধান পাবেন, যত্নে রাখুন।
কর্কট
কোনো একটা ঘটনায় নিস্তরঙ্গ সময়টাতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, উপভোগ করুন প্রাণভরে।
সিংহ
কিছু ব্যাপারে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা নিতে হবে আজ, পারবেনও।
কন্যা
দিনটা গুছিয়ে নেওয়ার জন্য দারুণ, দেরি করছেন কেন?
তুলা
জীবনে আজ নতুন মাত্রা যোগ হতে চলেছে, সাধুবাদ রইলো।
বৃশ্চিক
অপ্রিয় কারও মুখোমুখি হতে পারেন, মেজাজটা নিয়ন্ত্রণে রাখুন।
ধনু
একই সঙ্গে দৃঢ়তা ও সৃজনশীলতা দেখাতে হবে আজ, অবশ্যই পারবেন।
মকর
মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সাহস রাখুন।
কুম্ভ
বাজে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার দিন, কৌশলী আচরণ কাম্য।
মীন
খানিকটা ঝুঁকি নিতে হবে আজ, ব্যাপারটা যেন হিসেবি হয়।