পোর্টফোলিও I উমাব
আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন
উমাব
২০২২ সাল থেকে শুধু পুরুষদের জন্য জমকালো পোশাক বানিয়ে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করে নিতে বদ্ধপরিকর। নকশার নান্দনিক উপস্থাপন প্রাধান্য পেয়েছে পরিশীলিত প্রতিটি পোশাকে। বেশি ব্যবহৃত হয়েছে সূক্ষ্ম সুইয়ের ফোঁড়। কালার প্যালেটে ভিন্নতা লক্ষণীয়। পাঞ্জাবি, শেরওয়ানি যেমন আছে, তেমনি মিলবে ডিজাইনার টাক্সিডোও। এক ছাদের নিচে ঐতিহ্য আর আধুনিকতার সন্ধি। গুলশানে পসরা।
স্টোর: হাউস ৬/এ, রোড ১১৩, গুলশান ২, ঢাকা।
ওয়েব: Umaab.com
ফেসবুক: Umaab
ইনস্টাগ্রাম: Umaabofficial
কেয়ার লাইন: ০১৭৭৯৯৪৪৮৬৬
মডেল: আফসানা, রাব্বী, হাসিন ও নিহাফ