আজকের রাশি I ১৮ নভেম্বর
মেষ
কারও বৃথা আশ্বাসে টলে যাবেন না। যুক্তিগ্রাহ্য চিন্তা করুন।
বৃষ
আজ সুযোগের অপেক্ষায় থাকুন। তা কিন্তু আসবেই।
মিথুন
নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন। সাফল্য ধরা দেবেই আজ।
কর্কট
দাম্পত্য কলহ বাড়তে না দিয়ে সমঝোতায় আসুন।
সিংহ
মানসিক দুশ্চিন্তা কষ্ট দিতে পারে। ঘুরে আসুন বন্ধুকে নিয়ে।
কন্যা
প্রেমের বিষয়ে আজ সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
তুলা
গোপন কোনো সম্পর্ক প্রকাশ হয়ে যেতে পারে।
বৃশ্চিক
অভিজ্ঞতালব্ধ সিদ্ধান্ত নিতে হবে আজ। শুধু আবেগনির্ভর হলে চলবে না।
ধনু
আজ পারিবারিক সম্পর্ক মধুর হবে। আপনার কল্যাণেই।
মকর
প্রিয়জনের সুসংবাদে হৃদয়টা হিমস্নিগ্ধ হয়ে থাকবে।
কুম্ভ
আপন পথে চলতে আজ সহযাত্রীর সন্ধান পাবেন।
মীন
অযথা ছোটাছুটি করবেন না আজ। ধীরস্থির হয়ে কাজ করুন।