আজকের রাশি I ২৫ ডিসেম্বর
মেষ
বাহুল্যকে গুরুত্ব দিবেন না, আজ তা শুধু টেনেই ধরতে চাইবে।
বৃষ
গড়িমসি করা যাবে না আজ, ঝটপট অ্যাকশন চাই।
মিথুন
হুম্! এবার বুঝতে পেরেছেন। ভুলটা কি ভাঙলো?
কর্কট
মনে-প্রাণে চাওয়ার একটা শক্তি আছে, আজ তা টের পাবেন।
সিংহ
ছক্কা মারার মতো বল পাবেন আজ। ছক্কা মারবেন কী
কন্যা
প্রিয়মুখ ভিড় করেছে, আর কী চাই এদিনে?
তুলা
কারও উচ্ছ্বাসে মুগ্ধ হবেন, এতে আপনারও অবদান আছে যে।
বৃশ্চিক
নানা বিষয়ে ডুবে যাবেন দিনমান।
ধনু
ঝকঝকে দিন, কোনো কিছুই পারবে না এর ঔজ্জ্বল্য কমাতে।
মকর
আস্থার জায়গাটাতে নাড়া খেতে পারেন, হতোদ্যম হবেন না দয়া করে।
কুম্ভ
প্রাপ্যটুকু পাবেন আজ, দেরিতে হলেও।
মীন
কলকলে আওয়াজটা শুনতে পাচ্ছেন? এই আনন্দের উৎস কিন্তু আপনি।