আজকের রাশি I ২৭ ডিসেম্বর
মেষ
পিছিয়ে যাবেন না। থামুন একটু। দম নিন। শুরু করুন না আবার।
বৃষ
শুধু একদিকে না তাকিয়ে আশপাশটাও দেখুন। কিছু নজরে পড়ছে কি?
মিথুন
হুম্, এবার আপনার পালা। এগোন।
কর্কট
পরিস্থিতি আজ আপনার দিকেই হেলতে শুরু করেছে। টের পাচ্ছেন?
সিংহ
আহত হতে পারেন কারও আচরণে। শিখবেন নতুন কিছু।
কন্যা
চিৎকার-চেঁচামেচি না করে নরম সুরেই কাজ উদ্ধার করুন।
তুলা
দায়সারাভাবে না করে পূর্ণ উদ্যমে কাজটি করুন। অভাবিত ফল পাবেন।
বৃশ্চিক
উদারতার পরিচয় দিতে হবে আজ। আপনি তা খুব পারবেন।
ধনু
মাথা ঠান্ডা রাখুন। যদিও মাথা গরম করার মতো কিছু একটা ঘটতে পারে।
মকর
কারও অপ্রত্যাশিত সহযোগিতা পাবেন। বেশ কাজে দেবে।
কুম্ভ
প্রত্যুত্তর দেওয়ার সুযোগ পাবেন। কাজে লাগান।
মীন
চুপ থাকবেন না। আজ কিছু একটা বলতেই হবে।