আজকের রাশি I ১৯ ফেব্রুয়ারি
মেষ
সত্য-মিথ্যার পরীক্ষায় পড়বেন আজ। উতরাবেনও।
বৃষ
কপাল খুলে যাওয়া বোঝেন? আজ তাহলে সেটাই হতে যাচ্ছে।
মিথুন
চরম বিরক্তির অবসান ঘটবে। উল্টো আনন্দের হাওয়ায় তির তির করে কাঁপবেন।
কর্কট
ভালো থাকবেন। ঝামেলাহীন থাকবেন আজ।
সিংহ
অপ্রত্যাশিত আনন্দটা যে কী, আজ তা টের পাবেন।
কন্যা
মুগ্ধ হবার দিন। তৃপ্তিরও দিন আজ।
তুলা
ঘাবড়াবেন না। কেউ কিন্তু সেটাই করতে চাইবে আপনাকে।
বৃশ্চিক
নিজেকে কি নিজের কাছ থেকে সরিয়ে নিচ্ছেন। খুব কি দরকার?
ধনু
অভিমান এসে ভর করবে। গোঁয়ার্তুমি করবেন না যেন।
মকর
কারও মূল্যায়নে বেশ আলোড়িত হবেন। শেখার আসলেই শেষ নেই।
কুম্ভ
আত্মবিশ্বাসটা জোরদার হবে আজ। বিশেষ কোনো ঘটনায়।
মীন
সহজ হওয়ার মজাটুকু হৃদয় দিয়ে উপলব্ধি করবেন আজ, আহা!