আজকের রাশি I ২৯ এপ্রিল
মেষ
পুরস্কারযোগ্য কিছু করতে যাচ্ছেন, অসাধারণ একটি দিন।
বৃষ
নিঃশব্দেই অনেক কথা বলতে হবে আজ, পারবেন?
মিথুন
দুঃখগুলোকে পোড়াতে পারবেন আজ, বেশ কাটবে দিনখানা।
কর্কট
সংশোধনের সুযোগ পাবেন, কাজে লাগান।
সিংহ
নতুন কিছু শুনবেন, বেশ আপ্লুত হয়ে উঠবেন।
কন্যা
এদ্দিন যা বোঝাতে চাইছিলেন আজ তা প্রমাণিত হবে, ভালো লাগবে।
তুলা
অনুমান সত্য হতে যাচ্ছে, আজই।
বৃশ্চিক
সহজেই কোনো কঠিন কাজ করতে যাচ্ছেন, এ বিদ্যে কোথায় শিখলেন বলুন তো।
ধনু
সাধ্যাতীত কিছু একটা করে সাফল্য পেতে যাচ্ছেন, বাহ্।
মকর
কোনো ঝামেলা হতে পারে। সচেতনতার রাডারটা চালু রাখা চাই।
কুম্ভ
কারও অজুহাতে গলে যাবেন না, সিদ্ধান্তে স্থির থাকুন।
মীন
দুঃচিন্তার অবসান হবে, পথ খুঁজে পাবেন।