রাশি I সান্নিধ্যে সমাধান
বৃশ্চিক
মাসের শুরু যেমনই হোক, শেষটায় রয়েছে দারুণ চমক। সেই সময় উপভোগের জন্য জট পাকানো কাজ শেষ করে নিন। বিপদে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সুনাম রয়েছে আপনার। তাই ব্যক্তিগত ও পেশাগত কাজে ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারবেন, আশা করাই যায়। মেঘে ঢাকা মন ভালো রাখতে যতটা সম্ভব প্রিয়জনের সান্নিধ্যে থাকুন।
ধনু
যাকে ভালোবাসেন, তাকে প্রাণভরেই বাসুন। এমন সম্পর্কে কোনো দ্বন্দ্ব রাখতে নেই। দেখুন না জীবন কত সুন্দর হয়ে ওঠে। অন্যের সমস্যা নিয়ে অবশ্যই ভাববেন, তবে তাতে এতটা জড়িয়ে পড়বেন না, যাতে উপকার করতে গিয়ে ভুল বোঝার শিকার হতে হয়। আপাতত সামনে যে কাজ রয়েছে, তাতে মন দিন। মোটেই তাড়াহুড়া নয়; ধীরে বাড়ুন!
মকর
মাসের প্রথম দিকে কিছু ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে জড়াতে হতে পারে। তবে ফল যে খারাপ হবে, এমনটা আগে থেকেই ভেবে নেবেন না। নিজের মনের কথা শুনুন। দেখবেন শুভ সংবাদগুলো হুড়হুড় করে আপনার দরজা দিয়ে ঢুকে পড়ছে।
কুম্ভ
মাসের শেষ দিকে কিছুটা পরিবর্তন আসবে। অবশ্যই পজিটিভ। শুধু কাছের লোকজনের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। দেখবেন পুরো মাসটা আপনার জন্য বিন্দাস। আপাতত যেকোনো ধরনের ঝামেলায় না জড়িয়ে এই সুন্দর সময়টুকু উপভোগ করুন।
মীন
আর্থিক যোগ এ মাসে শুভই বলা চলে। খরচের যোগও নেহাত কম নয়। যাপনে ও জীবনে বেশ কিছু বদল ঘটতে যাচ্ছে। অবশ্যই ইতিবাচক। এতে ব্যস্ততার বহর বাড়তে পারে। তবে যতই ব্যস্ত থাকুন, নিজের প্রতি যত্নবান থাকতে ভুলবেন না যেন। আর পকেটের শরীরটা? এ মাসে বিন্দাস থাকবে।
মেষ
বিপর্যস্ত মেষের আরও কিছুদিন এমন অবস্থায় কাটাতে হবে। এর মধ্যে রয়েছে নানা কাজের ঝামেলা। তবে লেনদেন-সংক্রান্ত ও প্রাতিষ্ঠানিক কাজে তেমন কোনো ঝামেলায় পড়তে হবে না। মাসের মাঝ বরাবর থেকে সুন্দর সময়ের ইঙ্গিত রয়েছে। তাই ঝামেলাকে একটু ডোন্ট কেয়ার করে সুন্দর সময় ভালোভাবে কাটানোর প্ল্যান সাজিয়ে ফেলুন।
বৃষ
বন্ধুত্বের সম্পর্কগুলো ঝালাই করে নিন। বন্ধুদের সঙ্গে সময় কাটানো পরিশ্রান্ত জীবনে প্রশান্তি এনে দিতে টনিকের মতো কাজে দেয়। বিস্তর কাজ জমা হয়ে আছে। ভাবনায় না পড়ে প্ল্যান করে এগোনোর চেষ্টা করুন, দেখবেন সব মসৃণভাবে শেষ হচ্ছে। তবে কাজ দ্রুত শেষ করতে গিয়ে ঝুঁকি নেবেন না।
মিথুন
সবার জীবনে কমবেশি চাপ থাকে। শুধু নিজেকে এই বলে বোঝান, আপনার চেয়ে অনেক খারাপ অবস্থায় অনেকে রয়েছে। সুতরাং দুশ্চিন্তায় না থেকে মন ভালো রাখার চেষ্টা করুন, তাতেই কাজ হবে। আচ্ছা, আপনি তো অনেক দিন পরিবারকে সময় দিতে পারছেন না? চাইলেই পারা যায়। সেখানেই শান্তি।
কর্কট
দিনকাল ভালো যাচ্ছে, তাই মুখখানা এত হাসি হাসি। পকেটের অবস্থাও মন্দ নয়। আর কী লাগে? হাসিটাকে আরও প্রসারিত করে নিন। উপভোগ করুন সময়টাকে। যদিও নানা দায়িত্বের চাপ রয়েছে, কিন্তু সেসব ভেবে বর্তমানকে নস্যাৎ করার মানে নেই। মাসখানা বরং ফুর্তিতেই কাটিয়ে দিন না!
সিংহ
ফল ভালো হোক কিংবা মন্দ, নিজের সিদ্ধান্তে চলাই শ্রেয়। আপনার উদ্দেশ্য যেহেতু মহৎ, তাই কিছুতেই পরোয়া করার প্রয়োজন নেই। দিন শেষে হাসিটা তো আপনার জন্যই বরাদ্দ। যদিও কিছু কঠিন ঘটনার মধ্য দিয়ে শুরু হবে মাসটি। তবে অবসান বেশ নাটকীয়। তাই ঘাবড়ে না গিয়ে দুটোই উপভোগ করুন।
কন্যা
আত্মীয়স্বজনের সঙ্গে দূরত্ব রাখা ভালো কথা নয়। বিপদে এরাই পাশে এসে আগে দাঁড়াবে। এ মাসে পেশাগত কিছু জটিলতায় ভুগবেন। তার জন্য তৈরি থাকুন। তবে আর্থিক যোগ ভালোই থাকছে। তো আর কী, মন খারাপ না করে ধুমসে কেনাকাটা সেরে নিন।
তুলা
খানিকটা অবসরে প্রিয়জনের সান্নিধ্যে কাটানোর সুযোগের চেয়ে আনন্দের আর কী হতে পারে! তেমনটাই ঘটতে যাচ্ছে। কোনো সমস্যা আশপাশ থেকে উঁকি দেওয়ার চেষ্টা করলে সেগুলোকে পাত্তা না দিয়ে বিন্দাস কাটিয়ে দিন মাসখানা। ঝুট-ঝামেলা ছাড়াই সচরাচর এমন সময় তো আসে না।