নখদর্পণ I কনের কসমিক নেইল
পত্রিকার ‘আজকের রাশি’ বিভাগে যারা চোখ রাখেন সকাল সকাল, তাদের জন্য। সেই রাশি-রহস্য যদি তুলে আনা যায় কনের নখে, কেমন হবে?
বিশ্বের ৭০ শতাংশ মানুষের বিশ্বাস রাশিফলে। মজার বিষয়, বর্তমানের আলোচিত দুই প্রজন্ম মিলেনিয়াল ও জেনারেশন জেডদের ৮০ শতাংশ এতে আগ্রহী।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মোট রাশি ১২টি। প্রতিটির বৈশিষ্ট্য অনন্য। কোনোটার জাতক-জাতিকা ফুর্তিবাজ তো কোনোটার গম্ভীর। কোনোটার শুভ রং লাল তো কোনোটার কালো। আবার কেউ চুপচাপ তো কেউ প্রগলভা। রাশিভেদে প্রত্যেকের স্বভাব অনুযায়ী নখ সাজানোর পরামর্শ পাওয়া যায় অন্তর্জালে। সেখান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এবারে জোডিয়াক নেইল আর্ট বয়ান।
রাশি-রহস্য
মেনিকিউরে নখ সুন্দর, সে তো জানা কথাই। সারফেসের পাশাপাশি ব্যক্তিত্ব প্রকাশেও নখ ভূমিকা রাখতে পারে। এই জোডিয়াক নেইল করানো হলে ব্যক্তিসত্তার সঙ্গে মিল রেখে নখের সুন্দরতা প্রকাশের সুযোগ মিলবে।
মকর
মকর রাশির জাতক-জাতিকাকে আলাদা করা যায় তাদের বাস্তববাদিতা, অধ্যবসায় এবং কাজের প্রতি ভালোবাসার মাধ্যমে। এই তিন বৈশিষ্ট্যই মকরদের ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত। আর ঠিক এখানেই নেইল এক্সপার্টরা খুঁজে পেয়েছেন কেমন নেইল আর্ট তাদের সঙ্গে মানাবে বেশ। মকরের বিশিষ্টতাকে প্রাধান্য দিয়ে নিউট্রাল শেড নির্বাচনের পরামর্শ দেন তারা। কারণ, মকরের ব্যক্তিত্বের পরিশীলিত দিকের সঙ্গে মানানসই এই রংগুলোর আবেদন। আবার, মকর যেহেতু পেশাগত জীবনকে খুবই গুরুত্ব দিয়ে থাকে, তাই কাজের জায়গার সাজ তাদের জন্য তাৎপর্যপূর্ণ। ওয়ার্ক ওয়্যারের সঙ্গেও এই নিউট্রাল শেড বেশ সামঞ্জস্যপূর্ণ।
কুম্ভ
কুম্ভ রাশিতে জন্ম যাদের তারা উদ্যমী, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ ও দুঃসাহসী হয়ে থাকেন। বলা যায়, নতুনকে জানতে ভালোবাসেন। নেইল আর্ট এক্সপার্টদের মতে কুম্ভের চরিত্রের এই বিচিত্র বৈশিষ্ট্যগুলো নখে ফুটিয়ে তোলা সম্ভব। পাঁচ আঙুলে পাঁচ রকম রঙের বিন্যাসে নখ নিরীক্ষা করা যেতেই পারে। একই বৃন্তে পাঁচ রকমের ফুলের মতো পাঁচ রঙে রাঙানো নখ বেশ সুন্দর লাগবে। এ যেন কুম্ভের বিচিত্রতার প্রকাশ।
মীন
মীনের মন শান্তি খুঁজে বেড়ায়। নিভৃতে প্রশান্ত চিত্তে দিনযাপনের আকাঙ্ক্ষা বেশি দেখা যায় এই রাশির জাতক-জাতিকার মাঝে। নেইল আর্টিস্টরা সেখান থেকেই তাদের এই স্বভাব আর নীল রঙের গভীর সংযোগ খুঁজে পান। কালার প্যালেটে নীল সহানুভূতির ইশারা করে, সে তো জানাই আছে। সেখান থেকে নীল রঙের বিভিন্ন শেড ব্যবহারে নখ সাজাতে পারেন মীন।
মেষ
মেষ রাশিকে বর্ণনা করা যেতে পারে মাত্র তিনটি শব্দে—বাধাহীন, সাহসী আর উদ্যমী। মেষ নিজের আলোয় উদ্ভাসিত হয়। স্টেটমেন্ট স্টাইল তৈরিতে তাই তারা সিদ্ধহস্ত। গাঢ় লাল এই রাশির নিজস্ব দিকগুলোর সঙ্গে বেশ মানাবে। কিন্তু একদম বেসিকই রাখতে হবে এমন দিব্যি দেয়নি কেউ; বরং ছোট ছোট কারসাজিতে আনা যায় ভিন্নতা। লালের উদ্ভাসনে উচ্ছ্বসিত হোক মেষ।
বৃষ
এই রাশির জাতক-জাতিকারা সৃজনশীলতার দিকে বেশ প্রখর পদক্ষেপ রাখতে পারেন। একই সঙ্গে প্রকৃতিপ্রীতিও প্রবল। মায়া, মমতায় আর্দ্র মন এদের। মাটির সঙ্গে প্রবল টান অনুভব করেন। পরিবেশ থেকে সবুজ রং এনে বৃষদের নখ সাজিয়ে নেওয়া যায়। কালার প্যালেটের সবুজের নানান শেড থেকে বেছে নিয়ে রঙিন খেলায় সাজানো যেতে পারে নখগুলো।
মিথুন
কালার প্যালেটে এত রং থাকতে সিঙ্গেল শেডে মিথুনের মন পূর্ণ হবে না, এটাই স্বাভাবিক। অল্পতেই একঘেয়েমিতে ভুগতে থাকেন এই রাশির জাতক-জাতিকারা। তাই তাদের মন তুষ্ট করতে নেইল এক্সপার্টরা সাজেশন দেন পাঁচ আঙুল পাঁচ রঙে রাঙাতে। তা-ও আবার পুরো নখে নয়। কায়দা করে শুধু নেইল টিপ রাঙিয়ে নেওয়া। বেসিক ফ্রেঞ্চ মেনিকিউরে দারুণ এক টুইস্ট।
কর্কট
খটমট নামের এই রাশিতে জন্ম যাদের, তাদের স্বভাব কিন্তু মোটামুটি শান্তশিষ্ট বলেই জানা যায়। অল্পতেই মেজাজ সপ্তমে পৌঁছে যায় না তাদের। অঘটনঘটনপটীয়সী নন মোটেই। এমন মাটির মানুষদের নখে লাইলাক বেশ মানাবে বলে মত দেন নখ বিশেষজ্ঞরা। তারা মনে করেন, এই রং কর্কটের শান্ত স্নিগ্ধতার প্রকাশ পরিপূর্ণ করে।
সিংহ
সিংহ রাশির জাতক-জাতিকাদের স্বভাবের বিশেষ দুটি বৈশিষ্ট্য নাটকীয়তা এবং জাঁকজমকে পূর্ণ। এই দুই শব্দেই বেশ বোঝা যায় তারা কেমন। বনের রাজার মতোই এই রাশির মানুষ তাদের চারপাশের অন্যদের কাছে অনন্য হয়ে ওঠেন। মেনিকিউরেও সেই রাজকীয় ভাব ধরে রাখার পরামর্শ পাওয়া যায় নেইল আর্টিস্টদের কাছে। সোনালি রঙে নখ রাঙিয়ে নেওয়ার সাজেশন পাওয়া গেল তাদেরই ভাষ্যে। শুধু জ্বলজ্বলে সোনা রংই নয়, নেইল সারফেসে পলিশ ব্রাশ ব্যবহারে ড্রামাটিক প্রেজেন্স হবে এক শতে এক শ।
কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকারা ধীরস্থির গোছানো স্বভাবের বলেই জানা যায়। যেকোনো বিষয়ের ডিটেইলে তাদের আকর্ষণ বেশি। খুঁতখুঁতে স্বভাবেরও। তাদের এই মনস্তাত্ত্বিক দিকের প্রভাবকে গুরুত্ব দেওয়ার পরামর্শ পাওয়া যায় নেইল স্টাইলারদের কাছে। তারা মত দিয়েছেন ফ্রেঞ্চ মেনিকিউর করিয়ে নেওয়ার। বাড়তি কোনো কিছুই জরুরি নয়। অতিরঞ্জনের অল্পতাই বরং কাম্য। তাতেই নিপুণ নখে কন্যা পাবেন শান্তি।
তুলা
তুলা রাশির জাতক-জাতিকাদের একটি বিশেষ গুণ রয়েছে। বিষাদ দূরীভূত করে আনন্দের ফল্গুধারার উৎস হতে পারেন তারা। আবার কালার প্যালেটের গোলাপি রংকে বলা হয় আনন্দের রং। সহজ-সরল কিন্তু গর্জাস। উজ্জ্বল, উচ্ছল, লাবণ্যময় আবার শান্ত। তুলার সঙ্গে এর থেকে ভালো জুটি কেই-বা আর বাঁধতে পারবে। তাই পরামর্শে পাওয়া যায় গোলাপির খোঁজ। রং বাহারে গোলাপির নানা গ্রেডিয়েন্ট পাওয়া যায়। সেগুলো নিয়ে খেলা করা যেতে পারে নেইল সারফেসে। প্লেইন পিংক তো অনেক হয়েছে। প্লেফুল পিংকে এবার সাজুক নখ।
বৃশ্চিক
তীব্র আবেগপ্রবণ, রহস্যময় ও দৃঢ়প্রতিজ্ঞ—এই তিন শব্দে বৃশ্চিক বয়ানে যতিচিহ্ন টেনে দেওয়ার সুযোগ রয়েছে। ব্যক্তিত্বের এই তিন দিকের গভীরতা গহিন দিঘির মতো। শান্ত জলের নিচে যেমন হাজারো অজানার বসবাস। সেই রহস্য প্রকাশ করতে কালো রঙের ব্যবহার নতুন কিছু নয়; বরং বেশ পুরোনো। এই ফিলোসফিতে ভর করেই নেইল আর্টিস্টরা মনে করেন, বৃশ্চিক রাশির মেনিকিউরে কালো রং ব্যবহার করা যেতে পারে বিভিন্নভাবে। ম্যাট-গ্লসির কম্বিনেশনে নিয়ে আসা যেতে পারে নতুনত্ব। আর কালো যে দারুণ গর্জাস, সে তো অজানা নয়!
ধনু
এই রাশির জাতক-জাতিকারা রোমাঞ্চকর সবকিছুতে উৎসাহিত বোধ করেন। উত্তেজনায় হন আকর্ষিত। সাহসের তুঙ্গে অতিক্রম করেন সব বাধা। যেমনটা করে চিতাবাঘ। সাহসী, দুরন্ত আবার ক্ষিপ্র। ধনুও অনেকটা এমনই। ভিতু নন মোটেই। মুখ লুকানোর জো নেই বললেই চলে। এসব দিক ভেবে নেইল আর্টিস্টরা পরামর্শ দেন অ্যানিমেল প্রিন্ট ব্যবহারের। হুবহু পশুর চামড়ার নকশাই নয়, ইন্সপিরেশনও ব্যবহার করা যেতে পারে।
সারাহ্ দীনা
ছবি: সংগ্রহ