skip to Main Content

হরাইজন

প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননায় ভূষিত রালফ লরেন

সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের বিখ্যাত ডিজাইনার রালফ লরেনকে প্রেসিডেন্সিয়াল মেডেল প্রদানের মাধ্যমে সম্মান প্রদর্শন করেছেন। ৪ জানুয়ারি এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। লরেন ১৯৬৭ সালে ফ্যাশন ডিজাইনার হিসেবে যাত্রা শুরু করেন। দীর্ঘ ৫৮ বছর তিনি যুক্তরাষ্ট্রের ফ্যাশন বাজারে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তৈরি করেছেন মাল্টি-বিলিয়ন ডলারের রাজত্ব। ভূমিকা রেখেছেন দেশের অর্থনীতিতে। টেনিস কোর থেকে শুরু করে ওল্ড মানি এসথেটিক—সবেতেই দেখিয়েছেন মুনশিয়ানা। চিরকালীন নকশার রাজ্যে তিনি মুকুটবিহীন রাজা। উল্লেখ্য, লরেনই একমাত্র ডিজাইনার, যিনি এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন।

লুই ভিতোঁ ঢ তাকাশি মুরাকামি

প্যারিসের বিখ্যাত ব্র্যান্ড লুই ভিতোঁ আর প্রসিদ্ধ শিল্পী তাকাশি মুরাকামি ৩০ বছর ধরে একসঙ্গে কাজ করছে। তাদের এই দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে আনকোরা এক সিদ্ধান্ত। আগের একটি বিশেষ সংগ্রহকে পুনরায় বাজারে আনা হয়েছে; যা বর্তমানে ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এই কালেকশনে ২০০ পিস প্রোডাক্ট রয়েছে; যার প্রতিটিতেই আছে মুরাকামির স্বাক্ষর। প্রোডাক্ট লাইনে আছে চামড়ায় তৈরি বিভিন্ন সামগ্রী। ছোট্ট অনুষঙ্গ থেকে শুরু করে বিশাল স্যুটকেস—সবই আছে। ব্র্যান্ডটির বয়ানে জানা যায়, এই বিশেষ সংগ্রহের প্রোডাক্ট লাইন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সব বয়সের মানুষ নিজের জন্য কিছু একটা বেছে নিতে পারেন।

কোচের ভালোবাসা দিবস সংগ্রহ

ব্র্যান্ডটি লাভ সিজনকে আরও উপভোগ্য করে তুলতে এই সংগ্রহ হাজির করেছে। চেরি ফলকে গুরুত্ব দিয়ে করা হয়েছে বেশ কিছু কাজ। সলিড কালারের ক্যানভাসে চেরি প্রিন্টের মোহনীয়তা। এই ছোট্ট লাল ফল বহু আগে থেকে লাস্যময়তার প্রতীক। আকাক্সক্ষা প্রকাশের উপায় হিসেবে বিবেচিত। চিরকালীন ভালোবাসা দিবসের মোটিফে আধুনিকতার ছোঁয়া দিতে। একই সঙ্গে সজীবতা আর খানিকটা দুষ্টুমি মাখা ভালোবাসার স্পর্শ। প্রোডাক্ট লাইনে আছে স্নিকার, স্যান্ডেল আর বিভিন্ন রকমের হাতব্যাগ।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top