ভালোবাসা মানেই এক অমলিন অনুভূতি, এক অব্যক্ত গল্পের সুর, যা হৃদয়ের গভীরে বাজে অনন্তকাল! মৃদু বাতাসের স্পর্শ, আর চারপাশে একান্ত নির্জনতা– এমন স্বপ্নীল পরিবেশে এই ভালোবাসার দিনে প্রিয়জনকে নিয়ে এক মুগ্ধকর অভিজ্ঞতার জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ আয়োজন, ‘মেক দা ডেট– ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন’ এবং ‘আ গ্রান্ডিওস ভ্যালেন্টাইন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এখানে খোলা আকাশের নিচে, চাঁদের আলোয় ভালোবাসার সঙ্গীকে নিয়ে উপভোগ করতে পারেন চমৎকার বারবিকিউ ক্যান্ডেল লাইট ব্যুফে ডিনার; খরচ পড়বে ৯৯৯৯ টাকা। সুস্বাদু গ্রিলড আইটেম, লাইভ কুকিং স্টেশন এবং মৃদু সুরের মনোমুগ্ধকর পরিবেশে আপনার ভালোবাসার গল্প হয়ে উঠবে আরও গভীর, আরও রঙিন।
সঙ্গে আরও থাকছে গ্রিল অন দ্য স্কাইলাইনের আকাশছোঁয়া সৌন্দর্যের মাঝে, শুধু প্রেমিকযুগলের জন্য বিশেষভাবে সজ্জিত প্রাইভেট টেন্ট। সেখানে প্রেমের ভাষা রচনা করবে মোমবাতির আলো, মনোমুগ্ধকর ফুলের সৌরভ আর সুস্বাদু বিশেষ মেনুর এক অনন্য সংযোজন!
যারা এক জমকালো পরিবেশে ভালোবাসার রাতকে স্মরণীয় করে রাখতে চান, তাদের জন্য গ্রান্ডিওস রেস্টুরেন্ট আয়োজন করছে এক্সক্লুসিভ গ্র্যান্ডিওস ভ্যালেন্টাইন বুফে ডিনার। খরচ পড়বে ৬০৬০ টাকা। তাতে থাকছে সিলেক্টেড কার্ড হোল্ডার , ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বারদের জন্য একটির মূল্যে দুটি ব্যুফে উপভোগের সুযোগ।
এই বিশেষ দিনের রোমান্স আরও বাড়িয়ে দিতে থাকছে ভ্যালেন্টাইন রুম স্টে প্যাকেজ, যেখানে কাপলরা উপভোগ করতে পারবেন বিলাসবহুল রাত্রিযাপন; এর সঙ্গে ব্যুফে ব্রেকফাস্ট , ব্যুফে ডিনার এবং আরও অনেক কিছু; সব মিলিয়ে ১৬০১৬ টাকা খরচায়।
পুরো আয়োজন চলবে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত; প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১০:৩০টা। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে– ০১৭১৩৩৩২৬৬১; অথবা ভিজিট করুন: https://www.facebook.com/dhakaregencyhotel।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে